স্ট্যালিনের মন্ত্রিসভায় গান্ধী-নেহেরু

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন ডিএমকে দলের প্রধান এম কে স্ট্যালিন। তার মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন গান্ধী ও নেহেরু। তবে এরাই কেউই বিশ্বকাঁপানো দাপুটে প্রয়াত রাজনীতিবিদ জোসেফ স্ট্যালিন, মহাত্মা গান্ধী কিংবা জওহরলাল নেহেরু বা তাদের পরিবারের কেউ নয়। মূলত এরা সমপদবির রাজনীতিবিদ। এদের পদবী গান্ধী এবং নেহরু।
শুক্রবার (৭ মে) রাজভবনে স্ট্যালিনকে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। স্ট্যালিনের মন্ত্রিসভা পুরমন্ত্রী হিসেবে শপথ নিলেন ডিএমকে নেতা কে এন নেহরু। তিনি ত্রিচি পশ্চিম থেকে ডিএমকের প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। এই নিয়ে মোট পঞ্চমবার ত্রিচি পশ্চিম থেকে বিধায়ক নির্বাচিত হলেন নেহরু।
কে এন নেহরু নিজে কংগ্রেস নেতা ছিলেন। দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নামে ছেলের নাম রেখেছিলেন। ২০০৫ সালে নেহরু, তার স্ত্রী এবং ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠলেও পরে আদালত থেকে নির্বাচন করার সিগন্যাল পেয়েছিলেন নেহরু।
এদিকে বস্ত্র, খাদি এবং গ্রাম শিল্প দফতরের দায়িত্ব পেলেন আর (R) গান্ধী। তিনি রানিপেট থেকে ডিএমকের প্রার্থী হিসেবে জয় পেয়েছেন। এর আগে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার নামে। নেহরু, গান্ধীসহ মোট ৩৩ জন এদিন শপথ নেন স্ট্যালিনের মন্ত্রিসভার সদস্য হিসেবে।
উল্লেখ্য, তামিলনাড়ুতে এক দশক পর ক্ষমতায় ফিরল ডিএমকে। ২০১৮ সালে করুণানিধির মৃত্যুর পর দলের দায়িত্ব নিজের হাতে নিয়েছিলেন স্ট্যালিন। কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি বিরোধিতার সুর চড়িয়েছেন তিনি। এই আবহে এবারের নির্বাচনে ২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ুতে এনডিএ জোটের বিরুদ্ধে ডিএমকে জয় পায় ১৩৩টি আসন। তাদের জোট সঙ্গী কংগ্রেসের ঝুলিতে যায় ১৮টি আসন।
এফআর