মহারাষ্ট্রে চার বাংলাদেশি গ্রেপ্তার
অবৈধভাবে বসবাসের অভিযোগে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে চার বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহারাষ্ট্র পুলিশের এক কর্মকর্তা ওই বাংলাদেশিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। শনিবার ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বৈথ নথিপত্র ছাড়াই ভারতে বসবাসের অভিযোগে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদেরকে অবৈধভাবে বসবাসে সহায়তা করায় ভারতীয় এক নাগরিককেও আটক করা হয়েছে।
মহারাষ্ট্রের মানপাদা থানার কর্মকর্তা গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের পরিচয় প্রকাশ করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, লাকি নজরুল শেখ (৩৫), মোহাম্মদ শাবির হুসাইন (৩০), রুকসানা তৌসিফ শেখ (৪৫) এবং তৌসিফ ফিরোজ শেখ (৫০)।
অভিযানে মহারাষ্ট্রের কোনগাঁ এলাকার বাসিন্দা আমির হারুন প্যাটেলকেও (৩০) আটক করা হয়েছে। ভারতীয় এই নাগরিক বাংলাদেশিদের অবৈধভাবে বসবাসের সুযোগ করে দিয়েছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, ‘‘শুক্রবার কল্যাণের পিসাওলিতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে আমরা বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করেছি। ২০২০ সাল থেকে বৈধ নথিপত্র ছাড়াই তারা সেখানে বসবাস করে আসছিলেন। ওই বাংলাদেশিদের কাছে বাড়ি ভাড়া দিয়েছেন আমির হারুন প্যাটেল। তিনি একটি সিম কার্ডও কিনে দিয়েছিলেন তাদের।’’
গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ও পাসপোর্ট (ভারতে প্রবেশ) আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: পিটিআই।
এসএস