একজনের শেষকৃত্যে গিয়ে প্রাণ গেল ২১ জনের

ভারতের উত্তরপ্রদেশের মুরাদনগর এলাকার একটি শ্মশানের ছাদ ধসে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন। রোববার ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের সময় শ্মশান ঘাটের একটি বেড়াবিহীন ভবনের নিচে আশ্রয় নেয়া লোকজনের ওপর ছাদ ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, মুরাদনগর এলাকার বাসিন্দা রাম ধনের শেষকৃত্যের সময় শ্মশানের ছাদ ধসে ২১ জন মারা গেছেন।
রোববার সকালের দিকে রাম ধনের মরদেহ শবদাহ করার সময় ভারী বৃষ্টিপাত শুরু হলে ৩০ জনের বেশি মানুষ শ্মশানের একটি ঘরে আশ্রয় নেন। এ সময় শ্মশানের ছাদ ধসে প্রাণহানির ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই রাম ধনের আত্মীয়-স্বজন।
উত্তরপ্রদেশের গজিয়াবাদের পুলিশ সুপার ইরাজ রাজা বলেন, ধ্বংসস্তুপের নিচে হতাহতদের খুঁজে বের করতে উদ্ধারকারী কর্মীরা এখনও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এই দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনীর একদল সদস্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের এই পুলিশ কর্মকর্তা।
দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিবৃতিতে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রূপি সহায়তার ঘোষণা দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। ঘটনা তদন্তের পর রাজ্য সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দিতে বিভাগীয় কমিশনার ও পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ।
সূত্র: পিটিআই, ইন্ডিয়ান এক্সপ্রেস।
এসএস