অবকাশযাপনের উদ্দেশ্যে লকডাউন অমান্যকারীদের সমালোচনায় পোপ

ছুটির অবকাশযাপনে লকডাউন অমান্য করে বাইরে বের হওয়া লোকজনদের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস।
রোববার দুপুরে সাপ্তাহিক প্রার্থনাশেষে এক ভিডিও বার্তায় পোপ বলেন,‘নিজেদের আনন্দ উপভোগের পাশাপাশি অন্যদের ভোগান্তির ব্যাপারটিও তাদের মনোযোগে রাখা উচিত।’
বিশ্বজুড়ে চলমান মহামারি পরিস্থিতিতে বিভিন্ন দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত লকডাউন ফাঁকি দিচ্ছেন অনেকেই।
পছন্দসই জায়গায় ক্রিসমাস এবং নতুন বছরের ছুটি উপভোগ করতে বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে উঠছেন তারা।
সম্প্রতি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন পড়ে এ তথ্য জানতে পেরেছেন উল্লেখ করে পোপ ফ্রান্সিস বলেন, ‘লকডাউন মেনে যারা ঘরে অবস্থান করছেন, অর্থনৈতিক সমস্যায় বিপর্যস্ত অবস্থায় রয়েছেন, অসুস্থ হয়ে শয্যাশায়ী আছেন সেই মানুষগুলোর প্রতি তাদের কোনো সহানুভূতি নেই। তাদের কথা এই লকডাউন অমান্যকারীরা চিন্তাও করে না।’
‘তাদের এই স্বার্থপর মনোভাব আমাকে ব্যাথিত করে।’
তিনি আরো বলেন, ‘এই ২০২১ সালে আমাদের জন্য কি অপেক্ষা করছে তা আমরা জানি না; কিন্তু চলমান মহামারি পরিস্থিতিতে আমরা সবাই যেটি করতে পারি, একে অপরের প্রতি আরও যত্নশীল হওয়া, পরস্পরের প্রতি সহানুভূতি এবং সহযোগিতাপূর্ণ মনোভাব পোষন করা। শুধু নিজের বিনোদন বা স্বার্থকে প্রাধান্য দেয়ার মনোভাব আমাদের বর্জন করা উচিত।’
২০১৯ সালের ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাস সংক্রমণের পর এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৮ লাখ ৪৩ হাজার।
সম্প্রতি ব্রিটেনসহ কয়েকটি দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হওয়া এবং সংক্রমণ বাড়তে থাকায় কঠোর লকডাউন আরোপ করেছে বিশ্বের বিভিন্ন দেশ।
সূত্র: রয়টার্স।
এসএমডব্লিউ