ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ওআইসির নিন্দা

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের লাগাতার বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছে আরব বিশ্বের নেতৃত্বাধীন বিশ্বের মুসলিম দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা রোববার এ খবর জানিয়েছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর এক টুইট বার্তা অনুযায়ী রোববার ওআইসির একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওআইসির নির্বাহী কমিটি সেই বৈঠকে জানিয়েছে, ফিলিস্তিনে চলমান নৃশংসতার জন্য ইসরায়েল একা দায়ী।
মেভলুত চাভুসোগলু টুইট করেছেন, ‘আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সুরক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ে আমরা সমস্ত প্রচেষ্টা দৃঢ়তার সঙ্গে চালিয়ে যাব।’ এর আগে তুরস্কের প্রেসিডেন্ট ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
— Mevlüt Çavuolu (@MevlutCavusoglu) May 16, 2021
পূর্ব জেরুজালেমের শেখ জারায় ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘাতের এক সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর অবশেষে তুরস্কের আহ্বানে প্রথমবারের মতো আজ রোববার জরুরি বৈঠকে বসে ৫৭ সদস্য দেশের জোট ইসলামিক সহযোগিতা সংস্থা।
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১৩ শিশুসহ আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার ভোরের আগে গাজা শহরের কেন্দ্রে ঘুমন্ত ফিলিস্তিনিদের ওপর হামলা করে ইসরায়েল। এ নিয়ে টানা সপ্তম দিনের হামলায় গাজা উপত্যকা এখন বিধ্বস্ত।

ইসরায়েলের এই হামলায় ৫২ শিশুসহ গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে হয়েছে ১৮১ জনে। এছাড়া গাজা থেকে বিচ্ছিন্ন পশ্চিম তীরে নিহত হয়েছেন আরও ১৩ জন। এদিকে হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে গত কয়েক বছরে সবচেয়ে প্রাণঘাতী ও ভয়াবহ সামরিক সংঘাত নিয়ে আজ রোববার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠক বসছে। তবে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রর বিরোধিতায় বৈঠকে উল্লেখযোগ্য পদক্ষেপ আসার সম্ভাবনা খুব কম।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামলা চলবেই। যত দিন প্রয়োজন, তত দিন হামলা চলবে। সাধারণ মানুষকে সুরক্ষা দিতে সবকিছু করা হয়েছে বলে তিনি দাবি করেন। বাইডেনের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহু এমন ঘোষণা দিয়েছেন।
এএস