স্পিকার পদে পুনর্নির্বাচিত ন্যান্সি পেলোসি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন প্রবীণ ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি। ৮০ বছর বয়সী এই নারী রাজনীতিক স্বল্পসংখ্যক ভোটের ব্যবধানে রোববার (৩ জানুয়ারি) দেশটির প্রতিনিধি পরিষদের স্পিকার পদে পুনরায় নির্বাচিত হন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট নারী আইনপ্রণেতা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন। কংগ্রেসে রোববারের ভোটাভুটিতে ন্যান্সি পেলোসি পান ২১৬ ভোট। আর তার প্রতিপক্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি পেয়েছেন ২০৯ ভোট। মাত্র সাত ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি।
এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হল। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কাজ এগিয়ে নিতে স্পিকার হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ন্যান্সি পেলোসি চেম্বারকে বলেন, এক অস্বাভাবিক কঠিন সময়ে নতুন কংগ্রেস শুরু করেছেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে সাড়ে তিন লাখের অধিক মানুষের মৃত্যু ও দুই কোটির বেশি মানুষের সংক্রমিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন,‘করোনাভাইরাসকে পরাজিত করাই হবে আমাদের কাছে সবচেয়ে জরুরি কাজ। আমরা একে পরাজিত করব।’
করোনাভাইরাস মহামারির কারণে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কয়েক ঘণ্টা ধরে কংগ্রেসে ভোটগ্রহণ চলে। এসময় কংগ্রেসের সদস্যরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ভোট দেন।
এর আগে গত শুক্রবার ভোরে ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ন্যান্সি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ভাঙচুর ছাড়াও বাড়ির গ্যারেজের দরজায় গ্রাফিতি অঙ্কন ও বাড়ির ফটকের কাছে শুকরের কাটা মাথা রেখে যায় দুবৃত্তরা। ওই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলেও তখন জানিয়েছিল পুলিশ।
টিএম