যুক্তরাষ্ট্রে প্রাণহানি সাড়ে তিন লাখ ছাড়াল

যুক্তরাষ্ট্রে মহামারি করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানি সাড়ে তিন লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, নতুন বছরের ছুটির জনসমাগম থেকে ভাইরাসটির সংক্রমণ আরও বাড়তে পারে।
করোনার সার্বক্ষণিক পরিসংখ্যান প্রদানকারী যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হালনাগাদ তথ্যে দেখা যাচ্ছে, স্থানীয় সময় রোববার সকালে করোনায় প্রাণহানির দুঃখজনক এই মাইলফলক পেরোয় যুক্তরাষ্ট্র।
করোনার অতিসংক্রামক নতুন ধরনে আক্রান্ত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে।
দেশটির তিনটি অঙ্গরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত আর টিকাদান কর্মসূচির গতি বাড়ানোর জন্য স্বাস্থ্য কর্মকর্তাদের আহ্বানের মধ্যেই গত শনিবার মহামারিতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত দুই কোটি ছাড়ায়।
করোনায় আক্রান্ত-মৃত্যুর ক্ষেত্রে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছেন, ‘গোটা মহামারিকালের মধ্যে আসন্ন সপ্তাহগুলো হয়তো সবচেয়ে কঠিন হয়ে উঠবে।’
আনুমানিক ৪২ লাখ আমেরিকানকে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা দেওয়া হয়েছে। অথচ ২০২০ এর মধ্যে ২০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।
সাম্প্রতিক দিনগুলোতে নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনা ছাড়াও বেশ কিছু অঙ্গরাজ্যে রেকর্ড সর্বাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে প্রত্যাশার চেয়ে ধীরগতিতে চলছে যুক্তরাষ্ট্রের করোনা টিকাদান কর্মসূচি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের সদস্য ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, এ পর্যন্ত আনুমানিক ৪২ লাখ আমেরিকানকে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা দেওয়া হয়েছে। অথচ ২০২০ এর মধ্যে ২০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল দেশটি।
ক্ষমতা গ্রহণের পর (২০ জানুয়ারি থেকে) একশো দিনের মাথায় দশ কোটি আমেরিকানকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি জো বাইডেন দিয়ে রেখেছেন, সেই লক্ষ্যকে অবশ্য এখনও ‘বাস্তবসম্পন্ন লক্ষ্য’ বলছেন ডা. ফাউসি।
প্রথম ৫০ লাখ আক্রান্ত হতে ২০০ দিন সময় লাগলেও তা কোটি ছাড়ায় ২৯৩ দিনে। আরও ৩১ দিনে দেড় কোটি এবং দেড় কোটি থেকে দুই কোটি পৌঁছায় মাত্র ২৫ দিনে।
উল্লেখ্য, বিগত বছরের শেষ মাস অর্থাৎ গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ৭৮ হাজার কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। মহামারি এই রোগের প্রাদুর্ভাব শুরুর পর দেশটিতে এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৬০ হাজারের বেশি মানুষ।
সংবাদ সংস্থা রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে বসবাস করেন এমন প্রতি ৯৫০ জন মানুষের মধ্যে কমপক্ষে একজন করোনায় প্রাণ হারিয়েছেন। গত বছরের দ্বিতীয়ার্ধ থেকে যুক্তরাষ্ট্রে সংক্রমণের হার বেড়েছে।
রয়টার্সের এক বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রথম ৫০ লাখ আক্রান্ত হতে ২০০ দিন সময় লাগলেও তা কোটি ছাড়ায় মোট ২৯৩ দিনে। এরপর আরও ৩১ দিনে দেড় কোটি এবং দেড় কোটি থেকে দুই কোটি পৌঁছায় মাত্র ২৫ দিনে।
যুক্তরাষ্ট্রে সর্বাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে দেশটির সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায়। এরপর যথাক্রমে টেক্সাসে এবং ফ্লোরিডা। গড়ে প্রতিদিন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার বাসিন্দা।
এএস