সস্ত্রীক করোনায় আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

করোনায় আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই মারণ ভাইরাস থাবা বসিয়েছে তার স্ত্রী মীরা ভট্টাচার্যের দেহেও। আপাতত বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য; কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মীরা ভট্টাচার্যকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত সমস্যা রয়েছে তার, এ কারণে স্বাভাবিকভাবেই করোনা তার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
অন্যদিকে, মীরা ভট্টাচার্যের দেহে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
বুদ্ধদেব-মীরার পরিবারের সদস্যরা জানান, গত কিছুদিন ধরেই তাদের দেহে করোনার বেশ কিছু উপসর্গ লক্ষ্য করা গিয়েছিল। এরপরেই তাদের উভয়কে করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা। পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
সদ্য শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই সময়ও তার করোনা টেস্টও করানো হয়েছিল। কিন্তু টেস্টের রিপোর্ট এসেছিল নেগেটিভ।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সে সময় তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। অবস্থার উন্নতি হওয়ায় আড়াই দিনের মাথায় বুদ্ধদেব ভট্টাচার্যকে ভেন্টিলেশন থেকে বের করা হয়। সেই সময় ৬ দিন হাসপাতালে রাখা হয়েছিল তাকে।
বুদ্ধদেব ভট্টাচার্যের জন্য কতটা মারাত্মক হয়ে উঠতে পারে করোনা? চিকিৎসকরা জানাচ্ছেন, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি একাধিক রোগে ভুগছেন তিনি। সেক্ষেত্রে করোনা তার জন্য মারাত্মক হয়ে উঠতে পারে।
এদিকে, মঙ্গলবার রাতে মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে মীরা ভট্টাচার্যের; দেহে অক্সিজেনের মাত্রা এখন ৯৫ থেকে ৯৬ শতাংশ।
কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্কসবাদীর (সিপিএম) সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটির (পলিটব্যুরো) সদস্য বুদ্ধদেব ভট্টাচার্য ২০০০ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তার বিষয়ে আর একটি তথ্য হলো, তিনি বাংলার তারুণ্যের কবি হিসেবে পরিচিত সুকান্ত ভট্টাচার্যের ভাতিজা।
এমএমডব্লিউ