পশ্চিমবঙ্গে রেকর্ড মৃত্যু, আক্রান্ত ছাড়াল ১২ লাখ

পশ্চিমবঙ্গে মহামারি করোনায় একদিনে এযাবৎকালে সর্বাধিক মৃত্যুর রেকর্ড হয়েছে বৃহস্পতিবারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যটির ১৬২ জন মানুষ করোনায় প্রাণ হারিয়েছেন। তবে এই সময়ে খুব বেশি বাড়েনি দৈনিক আক্রান্তের সংখ্যা। সুস্থতার সংখ্যাও কিছুটা কমেছে।
এ নিয়ে টানা দুদিন পশ্চিমবঙ্গে দৈনিক করোনায় মৃত্যুর রেকর্ড হলো। বুধবার করোনায় আক্রান্ত ১৫৭ জন প্রাণ হারিয়েছিলেন রাজ্যটিতে। করোনা মহামারি শুরুর পর থেকে যা ছিল দৈনিক সর্বাধিক মৃত্যুর রেকর্ড। গতদিন আক্রান্ত হয়েঠে ১৯ হাজার ৬ জন।
গতদিন করোনা যাদের প্রাণ কেড়েছে তাদের মধ্যে উত্তর চব্বিশ পরগনায় ৩৭, কলকাতায় ৩৬, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় ১২ জন করে। এছাড়া পশ্চিম বর্ধমানে ১০ জন ও মুর্শিদাবাদে ৮ জনের মৃত্যু হয়েছে করোনায়। মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৩ হাজার ৮৯৫ জন।
বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত ১৯ হাজার ৯১ জনের মধ্যে কলকাতায় ৩ হাজার ৪৬১ জন, উত্তর চব্বিশ পরগনায় ৪ হাজার ১১৮। এছাড়া হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া ও নদীয়া জেলায়।
পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৯ হাজার ৯৫৮ জন। সুস্থ হয়েছেন আরও ১৮ হাজার ৯১০ জন। এ নিয়ে মোট সুস্থতা বেড়ে হয়েছে ১০ লাখ ৬৪ হাজার ৫৫৩ জন। রাজ্যটিতে এখনো সক্রিয় করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫১০।
এএস