দুনিয়ায় যদি কোনও নরক থাকে, তাহলে সেটি গাজার শিশুদের জীবন: জাতিসংঘ

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘পৃথিবীতে যদি কোনও নরক থাকে, তাহলে সেটি গাজার শিশুদের জীবন।’ বৃহস্পতিবার ১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে আলোচনায় তিনি এই মন্তব্য করেন।
অবিলম্বে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘের এই মহাসচিব বলেছেন, গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও কামানের গোলাবারুদ নিক্ষেপের ঘটনায় আমরা গভীরভাবে আতঙ্কিত।
গত ৯ মে থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৩০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল লক্ষ্য করে হামাস ও অন্যান্য গোষ্ঠীর ছোড়া নির্বিচার রকেট হামলায় দুই শিশুসহ ১২ ইসরায়েলিরও প্রাণহানি ঘটেছে– এটি গ্রহণযোগ্য নয়।
গাজায় যুদ্ধবিরতি কার্যকরে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হয়েছে বৃহস্পতিবার। ফিলিস্তিনি এই ভূখণ্ডে তীব্র মানবিক সঙ্কট চরম আকার ধারণ করায় জাতিসংঘ-সহ বিশ্বের পরাশক্তিগুলো উভয়পক্ষকে যুদ্ধে বিরতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তবে গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের লড়াই এখনও অব্যাহত আছে।
১৯৩ সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ বৃহস্পতিবার এক অধিবেশনে মিলিত হয়েছে। এই অধিবেশনে ইসরায়েল-ফিলিস্তিনের নতুন করে সংঘাতের বিষয়ে আলোচনা হলেও কোনও পদক্ষেপ নিতে পারেনি সংস্থাটি।
সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘দুনিয়ায় যদি কোনও নরক থাকে, তাহলে সেটি গাজার শিশুদের জীবন।’ গাজায় মানবিক সঙ্কট মোকাবিলায় তিনি শিগগিরই পুরোদমে বিশ্বের কাছে তহবিল সংগ্রহের আবেদন জানাবেন বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, সংঘাতে গাজার সড়ক-মহাসড়ক, বৈদ্যুতিক সংযোগসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোর ভয়াবহ ক্ষতি হয়েছে। সেখানে মানবিক জরুরি সঙ্কট তৈরি হয়েছে। গাজায় প্রবেশের পথ বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পানির সরবরাহে বিঘ্ন ঘটছে।
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের এই মহাসচিব। একই সঙ্গে ইসরায়েলের সামরিক বাহিনীকে সর্বোচ্চ সংযম এবং হামাসকে নির্বিচার রকেট নিক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যান্টনিও গুতেরেস। ফিলিস্তিনি ভূখণ্ডে বাড়িঘর ধ্বংস ও উচ্ছেদ অভিযান বন্ধে ইসরায়েলের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: রয়টার্স, আল-জাজিরা।
এসএস