কেজরিওয়ালকে লক্ষ্য করে পানি নিক্ষেপকারীকে ব্যাপক মারধর (ভিডিও)
ভারতের দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে পানি ছুড়ে মেরেছেন এক ব্যক্তি। এরপর তার সমর্থকরা ওই ব্যক্তিকে ব্যাপক মারধর করেন।
পুলিশ জানিয়েছে, কেজরিওয়াল দক্ষিণ দিল্লির মালভিয়া নগরে নেতাকর্মীদের সঙ্গে হাঁটছিলেন। ওই সময় তার ওপর পানি ছুড়ে মারেন অশোক ঝা নামের ওই ব্যক্তি। এ ঘটনায় তাকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি দাবি করেছেন, গ্রেপ্তারকৃত অশোখ ঝা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির সদস্য। তবে বিজেপি পাল্টা দাবিতে বলেছে, তাদের ওপর দোষ চাপানোর পুরোনো ‘খেলা’ খেলছে আম আদমি পার্টি।
— ANI (@ANI) November 30, 2024
কেজরিওয়ালের দল মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক বিবৃতিতে এ ব্যাপারে বলেছে, “যদি একজন সাবেক মুখ্যমন্ত্রী দেশের রাজধানীতে নিরাপদ না থাকে। তাহলে সাধারণ মানুষের কী হবে। বিজেপির অধীনে দিল্লির আইন ও শাসন পুরোপুরি ভেঙে পড়েছে।”
সূত্র: এনডিটিভি
এমটিআই