অক্সফোর্ডের টিকাদান শুরু ব্রিটেনে

প্রথমবার ব্রায়ান পিঙ্কার নামের ৮২ বছরের এক ব্যক্তিকে টিকা দেওয়ার মধ্য দিয়ে যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ও দেশটির ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির সোমবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, প্রথমবারের মতো দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা যে বৃদ্ধকে দেওয়া হয়েছে তিনি কিডনির রোগে ভুগছেন।
সোমবার দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অক্সফোর্ডের চার্চিল হাসপাতালের নার্স স্যাম ফোস্টার অবসরপ্রাপ্ত মেইটেন্যান্স ম্যানেজার ব্রায়ান পিঙ্কারের দেহে অক্সফোর্ডের টিকাটি পুশ করেন। টিকা নিয়ে ব্রায়ান বলেন, অক্সফোর্ডের টিকা নিয়ে তিনি সন্তুষ্ট।
ব্রিটেনের টিকাদান কর্মসূচির জন্য সোমবার পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার পাঁচ লাখের বেশি ডোজ প্রস্তুত রয়েছে। এর আগে ৩০ ডিসেম্বরে এই টিকা ব্যবহারের অনুমোদন দেয় দেশটির ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
টিকায় সংক্রমণ কমলে প্রত্যাহার করা হবে বিধিনিষেধ; এমন প্রত্যাশার কথা জানিয়ে আজকের মুহূর্তটিকে ব্রিটেনের করোনাবিরোধী লড়াইয়ের সন্ধিক্ষণ হিসেবে অভিহিত করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
তবে করোনার অতিসংক্রামক নতুন ধরনের বিস্তার ও সংক্রমণের লাগাম টানতে হিমশিম খাওয়ার কারণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ইংল্যান্ডে আঞ্চলিক বিধিনিষেধ সম্ভবত আরও কঠোর করা হতে পারে।
এদিকে সোমবার টানা ষষ্ঠদিন ব্রিটেনে দৈনিক কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা অর্ধলক্ষের বেশি হওয়ায় ইংল্যান্ডজুড়ে তৃতীয় দফায় জাতীয়ভাবে লকডাউন আরোপের আহ্বান জানাচ্ছে বিরোধীদল লেবার পার্টি।
এএস