বালির কুটা সৈকত থেকে ৩০ টন বর্জ্য অপসারণ

নতুন বছরের শুরুতে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের কুটা সমুদ্র সৈকত থেকে ৩০ টন বর্জ্য অপসারণ করা হয়েছে। দ্বিপের বাদুং এলাকার স্থানীয় বাসিন্দা ও ইন্দোনেশিয়া সেনাবাহিনীর যৌথ উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা অন্তরা নিউজ এজেন্সি।
সৈকত থেকে পরিষ্কার করা বর্জ্যের ৭০ শতাংশই প্লাস্টিক সামগ্রী বলে অন্তরা নিউজকে জানিয়েছেন অভিযানে অংশগ্রহণকারী সেনাসদস্য কর্নেল মাদে মাহাপাত্র।
অভিযান শেষে ট্রাকে করে এই বর্জ্যগুলো ‘ডাম্প জোনে’ নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
ইন্দোনেশিয়া সরকারের পরিবেশ বিভাগের বাদুংয়ের কার্যালয়ের প্রধান ওয়াইয়ান পূজা সরকারের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমালোচনা করে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে কুটা সৈকতে প্লাস্টিক সহ বিভিন্ন সামুদ্রিক বর্জ্য ভেসে আসে। এ ব্যাপারে বেশ কয়েকবার বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও কাজ হয়নি।
ইন্দোনেশিয়ায় প্লাস্টিক দূষণ দিন দিন বাড়ছে। ২০১৮ সালের নভেম্বর মাসে বালির নিকটবর্তী কাপোটা দ্বিপের ওয়াকাতোবি ন্যাশনাল পার্কে একটি মৃত তিমির পাকস্থলি থেকে ৬ কেজি প্লাস্টিক বর্জ্য উদ্ধারের ঘটনায় ব্যাপক মাত্রায় সচেতন হয়ে ওঠে দেশটির পরিবেশবাদী সংগঠনগুলো।
অন্তরা নিউজের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় পরিবেশবাদী সংগঠনগুলোর সচেতনতার প্রেক্ষিতে নড়েচড়ে বসে ইন্দোনেশিয়ার সরকারও। চলতি বছর এপ্রিলে দেশটির সরকার ঘোষণা করে, আগামী ২০২৫ সালের মধ্যে ইন্দোনেশিয়ার সমুদ্রসীমা ও সৈকতগুলোতে প্লাস্টিক বর্জ্য ৭০ শতাংশ হ্রাস করতে পরিকল্পনা নেয়া হচ্ছে।
২০৪০ সালের মধ্যে পুরো ইন্দোনেশিয়াকে প্লাস্টিক দূষণমুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে সরকার।
সূত্র: সিএনএন।
এসএমডব্লিউ