কঙ্গো সীমান্তে জড়ো হচ্ছে রুয়ান্ডার সেনারা, যে কোনো সময় হামলা

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোর সীমান্তে জড়ো হচ্ছে রুয়ান্ডার সেনারা। তারা যে কোনো সময় কঙ্গোতে হামলা চালাতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান গতকাল শনিবার (২৫ জানুয়ারি) জানিয়েছে, কঙ্গোর আঞ্চলিক রাজধানী গোমা দখলে সেখানকার সশস্ত্র গোষ্ঠী এম২৩-কে সহায়তা করবে রুয়ান্ডার সেনারা। ইতিমধ্যে গোপনে কঙ্গোতে রুয়ান্ডার শত শত সেনা প্রবেশ করেছে।
আগামী সোমবার কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে। এরআগেই আঞ্চলিক রাজধানী গোমা দখলের পরিকল্পনা করছে রুয়ান্ডার সেনা ও সশস্ত্র বিদ্রোহীরা।
নাম গোপন রাখার শর্তে সংবাদমাধ্যম অবজারভারকে একটি সূত্র বলেছে, কঙ্গোর ওপর চাপ প্রয়োগ করতে রুয়ান্ডা তাদের সেনাদের সীমান্তে জড়ো করেছে। এছাড়া রুয়ান্ডার সেনাবাহিনীর বেশিরভাগ সিনিয়র কমান্ডাররা দেশটির গিসেনি শহরে অবস্থান নিয়েছেন। যা গোমা সীমান্ত থেকে মাত্র এক মাইল দূরে অবস্থিত।
বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, “রুয়ান্ডার সেনারা সীমান্তে অবস্থান নিয়েছে। তারা হামলা চালাতে প্রস্তুত।”
সশস্ত্র গোষ্ঠী এম২৩ এর যোদ্ধা ও কঙ্গোর সেনাদের মধ্যে শনিবার ব্যাপক গোলাগুলি হয়। এতে অনেকে নিহত হয়। এরমধ্যে দক্ষিণ আফ্রিকার ৯ শান্তিরক্ষীও আছে। তারা গোমা শহরকে রক্ষার চেষ্টা চালিয়েছিল।
তবে কঙ্গোর সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, রুয়ান্ডার সমর্থিত এম-২৩ সশস্ত্র গোষ্ঠীর গোমা শহর দখলের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।
২০১২ সালেও গোমা শহর দখল করেছিল বিদ্রোহীরা। ওই সময় ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে পড়ে রুয়ান্ডা। তখন দ্রুত সময়ের মধ্যে বিদ্রোহীরা গোমা থেকে সরে গিয়েছিল। গোয়েন্দা সূত্র জানিয়েছে, এবার আন্তর্জাতিক সম্প্রদায় বড় ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ১০ লাখেরও বেশি মানুষের শহর গোমা দখল করতে চায় রুয়ান্ডা ও বিদ্রোহীরা। এমনকি গোমা দখলের পর বুকাভুর দিকেও এগোতে পারে তারা।
জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, সাম্প্রতিক এই উত্তেজনা তৈরির আগেই কঙ্গোতে রুয়ান্ডার প্রায় ৪ হাজার সেনা অবস্থান করছিল।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমটিআই