বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু শিগগিরই

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শিগগিরই। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন এই ঘোষণা দিয়েছেন।
তিনি বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সাথে বৈঠক করেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন।
Bangladesh High Commissioner to Pakistan Mohammad Iqbal Hussain announced on Tuesday that direct flights between the two...
Posted by Dawn.com on Tuesday, January 28, 2025
এসময় হাইকমিশনার বলেন, ফ্লাইট চলাচলের এই ঘোষণাটি দুটি দেশের মধ্যে সংযোগ বাড়াতে এবং শক্তিশালী অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
তিনি আরও জানিয়েছেন, ঢাকা থেকে করাচি এবং লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটগুলোও শিগগিরই শুরু হবে। এর ফলে উভয় দেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময় আরও সহজতর হবে। হুসাইন পাকিস্তানের সাথে ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদার করার জন্য বাংলাদেশের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং পাকিস্তানি নাগরিকদের জন্য অনলাইনে বাংলাদেশি ভিসা পাওয়া আরও সহজ করার ওপর জোর দেন।
বাংলাদেশি এই রাষ্ট্রদূত এসময় উভয় দেশকে দ্বিপাক্ষিক সুবিধার সর্বাধিক ব্যবহার নিশ্চিত করার জন্য যৌথ উদ্যোগ এবং শিল্প সহযোগিতা অন্বেষণ করতে উৎসাহিত করেন।
আরও পড়ুন
ইকবাল হুসাইন বাংলাদেশে চিনি, ইস্পাত, অস্ত্রোপচারের যন্ত্রপাতি, সিমেন্ট, শুকনো ফল, গোলাপী লবণ, দুগ্ধজাত পণ্য, মার্বেল এবং কয়লার মতো পণ্য রপ্তানির মাধ্যমে বিভিন্ন খাতে পাকিস্তানের জন্য সুযোগের কথা উল্লেখ করেছেন।
তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশ থেকে চা এবং পাটজাত পণ্য আমদানি করতে পারে, যা দুই দেশের মধ্যে একটি পরিপূরক বাণিজ্য গতিশীলতা তৈরি করবে।
টিএম