২০২৪ সালে রেকর্ড সংখ্যক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা দেখেছে জাপান

গত বছর ২০২৪ সালে রেকর্ড সংখ্যক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছে জাপানে। তবে সার্বিকভাবে ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে দেশটিতে আত্মহত্যা হ্রাস পেয়েছে।
বুধবার এক বিবৃতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ সালে বছরজুড়ে দেশটিতে আত্মহত্যা করেছে ৫২৭ জন স্কুলশিক্ষার্থী। এর আগে কোনো এক বছরে এত সংখ্যক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেনি।
২০২৩ সালেও অবশ্য রেকর্ডসংখ্যক স্কুলশিক্ষার্থীর আত্মহত্যা দেখেছিল জাপান, তবে ২০২৪ সালে আত্মহত্যা করা শিক্ষার্থীর সংখ্যা তার চেয়েও বেশি। ২০২৩ সালে জাপানে আত্মহত্যা করেছিল ৫১৩ জন শিক্ষার্থী।
সার্বিকভাবে অবশ্য ২০২৩ সালের তুলনায় ’২৪ সালে আত্মহত্যার সংখ্যা কমেছে জাপানে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, ’২৪ সালের পুরো বছরে জাপানে আত্মহত্যার ঘটনা ঘটেছে ২০ হাজার ২৬৮টি। ’২৩ সালে এই সংখ্যা ছিল ৩৪ হাজার ৪২৭টি। শতকরা হিসেবে এক বছরে দেশটিতে আত্মহত্যার হার কমেছে ৭ দশমিক ২ শতাংশ।
জাপানের স্কুলগুলোতে গ্রীষ্মকালীন ছুটি শেষ হয় আগস্টের শেষ বা সেপ্টেম্বরের শুরুর দিকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা সবচেয়ে বেশি ঘটে গ্রীষ্মের ছুটি শেষে স্কুলগুলো খোলার পর।
স্কুল শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাপানের মন্ত্রিসভা বিষয়ক উপ শীর্ষ সচিব কেইচিরো তাচিবানা এএফপিকে বলেন, “আমরা এ ব্যাপারটিকে খুবই গুরুত্ব দিয়ে বিবেচনা করছি। এই মুহূর্তে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষা যেমন জরুরি তেমনি সমাজে বসবাসকারী সবার মধ্যে এই বোধটাও জাগিয়ে তুলতে হবে যে কোনো পরিস্থিতিতেই নিজের জীবন শেষ করে দেওয়া উচিত নয়। এ জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, তার সবই আমরা নেবো।”
সূত্র : এএফপি
এসএমডব্লিউ