পশ্চিমবঙ্গে কমেছে সংক্রমণ, মৃত আরও দেড় শতাধিক

ভারতের পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে সংক্রমণের দৈনিক সংখ্যা নেমে এসেছে ১৭ হাজারের নিচে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ২২৫ জন। তবে দৈনিক মৃত্যু এখনও দেড়শোর ওপরেই রয়েছে। অবশ্য করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজারের বেশি মানুষ।
বুধবার (২৬ মে) পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে ১৬ হাজার ২২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৫ জন। তবে সংক্রমণ কমলেও এখনই আশ্বস্ত হওয়া যাচ্ছে না। কারণ নমুনা পরীক্ষা অনেকটাই কম। লকডাউনসহ চলমান বিধিনিষেধ ও ঘূর্ণিঝড় ইয়াসের কারণে কমেছে পরীক্ষা।
গত ২৪ ঘণ্টায় ৬৩ হাজার ৯৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। কলকাতায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৭৮ জন। অন্যদিকে ৩ হাজার ৪২৭ জন সংক্রমিত হয়েছেন উত্তর ২৪ পরগনায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৩ জন। মঙ্গলবার এই সংখ্যাটা ছিল ১৫৭। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩০ ও ৩৭। ১১ জনের মৃত্যু হয়েছে হাওড়ায়। ১৫ জন মারা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতে মৃত্যু হয়েছে ৪ জনের।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৭১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৮ দশমিক ৫২ শতাংশ। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৭৭ জন।
এদিকে পশ্চিমবঙ্গে আরও এক ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার রাজ্যের দার্জিলিংয়ের প্রধাননগরে এক ব্যক্তির শরীরে এই ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। এনিয়ে রাজ্যে মোট ১৩ জনের শরীরে মিলল কালো ছত্রাকের সংক্রমণ।
টিএম