ট্রাম্পের গাজা দখল মন্তব্য নিয়ে যা বলছে রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার এবং উপত্যকায় যুক্তরাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠা করার বিষয়ে করা মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক। তার এই মন্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলেও জানিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা যুদ্ধ শেষের পর এই উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে ইসরায়েল। এর মাঝেই উপত্যকার বাসিন্দাদের অন্য কোথাও পুনর্বাসিত করা হবে। আর এ কাজের জন্য গাজায় যুক্তরাষ্ট্রের সৈন্যের প্রয়োজন নেই।
এর আগে, চলতি সপ্তাহের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি গাজা উত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে মিসর এবং জর্ডানে পুনর্বাসিত করতে চান। গাজা পরিষ্কার করে সেখানে বিভিন্ন ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও বলেন তিনি।
তবে ট্রাম্পের এমন পরিকল্পনার ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস, ইসলামিক জিহাদ-সহ বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ নিন্দা জানায়। একই সঙ্গে গাজার বাসিন্দাদের সেখান থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হলে তা জাতিগত নিধনের শামিল হবে বলেও মন্তব্য করে তারা।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, বর্তমানে গাজার সংকটে থাকা লোকজনের জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা দরকার।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি, ইসরায়েল ও হামাসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন নিশ্চিত করাই প্রধান কাজ।
গাজার মালিকানা নিয়ে ট্রাম্পের মন্তব্যের বিষয়ে রুশ এই কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতিতে যে কোনও লোকরঞ্জনবাদী, অবজ্ঞাপূর্ণ বা বেদনায়ক যুক্তি সমস্যা সমাধানে অবদান রাখবে না। তবে তা কেবল এই অঞ্চলে উত্তেজনায় জ্বালানি জোগাবে; যা ইতোমধ্যে সংকটকে উদ্বেগজনক করে তুলেছে।
এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ট্রাম্প বলেন, ‘‘যুদ্ধ শেষে ইসরায়েল গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেবে।” গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি দাবি করেন, অনেকেই সেখান থেকে উন্নত জায়গায় চলে গেছে। যেখানে তারা ভালো আছে। নতুন করে যারা যাবেন, তারাও খুশি, নিরাপদ এবং মুক্ত থাকতে পারবেন।
গাজাকে বিশ্বের অন্যতম সুন্দর শহরে পরিণত করা হবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘‘যুক্তরাষ্ট্র বিশ্বের সেরা ডেভেলপমেন্ট দলের সঙ্গে কাজ করছে এবং ধীরগতি ও সতর্কতার সঙ্গে গাজাকে পুনর্গঠন শুরু করবে। যেটি হবে বিশ্বের অন্যতম দৃষ্টিনন্দন শহর।’’
সূত্র: রয়টার্স, বিবিসি।
এসএস