‘মধ্যপ্রাচ্যের হাসির পাত্র’ হয়ে উঠেছে ইসরায়েল : বেন-গভির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেছেন ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির।
তিনি বলেছেন, ইসরায়েল “মধ্যপ্রাচ্যের হাসির পাত্র” হয়ে উঠেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
স্থানীয় রেডিও স্টেশন কোল বারামার সাথে এক সাক্ষাৎকারে ইসরায়েলের চরম কট্টর ডানপন্থি এই রাজনীতিবিদ গাজায় যুদ্ধ পরিচালনার বিষয়ে নেতানিয়াহু সরকারের নিন্দাও করেছেন। ইতামার বেন-গভির বলেছেন, “আমরা মধ্যপ্রাচ্যের হাসির পাত্র হয়ে গেছি এবং আমি নিশ্চিত নই যে, আমরা এখনও এটি উপলব্ধি করতে পেরেছি কিনা।”
বেন-গভির বলেন, তিনি “সরকারের একমাত্র মানুষ” যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার “পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।”
মার্কিন চাপের প্রতি নেতানিয়াহুর প্রতিক্রিয়ার সমালোচনা করে বেন-গভির বলেন, “আপনি শুধুমাত্র বহিরাগত চাপের ওপর ভিত্তি করে শাসন করতে পারবেন না।”
তিনি যুক্তি দেন, ইসরায়েলকে কখনোই গাজায় জ্বালানি এবং মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া উচিত ছিল না। তার অভিযোগ, এটি হামাসকে উপকৃত করে। ইসরায়েলের সাবেক এই মন্ত্রী গাজায় ফিলিস্তিনিদের জন্য “স্বেচ্ছায় অভিবাসন কর্মসূচি” অবিলম্বে বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি বলেন, “আমাদের আজকে স্বেচ্ছায় অভিবাসনকে উৎসাহিত করার জন্য একটি উদ্যোগ চালু করতে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সময় আছে, কিন্তু ইসরায়েলের স্বার্থে, আমাদের নষ্ট করার সময় নেই।”
আরও পড়ুন
বেন-গভির বলেন, “যতক্ষণ না তারা (নেতানিয়াহু সরকার) হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিচ্ছে” ততক্ষণ পর্যন্ত তিনি সরকারে ফিরে আসবেন না।
গত জানুয়ারিতে গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির বিরোধিতা করে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করেছিলেন বেন গভির। এরপর থেকে তিনি গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতে “স্বেচ্ছায় অভিবাসন” করানোর দাবি করে আসছেন।
টিএম