পশ্চিমবঙ্গে করোনায় আরও ১৪৮ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গে আরও ১৪৮ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। তবে পরিস্থিতির উন্নতির কারণে নয়, আগের দিনের তুলনায় কম নমুনা পরীক্ষা করার কারণেই কমেছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে কোভিড পরীক্ষার সংখ্যা কমেছে ৬ হাজারের বেশি।
বৃহস্পতিবার (২৭ মে) রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৬ জন। দৈনিক সংক্রমণের ক্ষেত্রে এমন ছবি দেখা যাচ্ছে এক মাসেরও বেশি সময় পর। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৩১ হাজার ২৪৯ জনে। দৈনিক আক্রান্তের সংখ্যায় শীর্ষে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১৪৮ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনাতেই মৃত্যু হয়েছে ৪২ জনের। ৩২ জন মারা গেছেন কলকাতায়। সব মিলিয়ে মহামারি শুরুর পর থেকে রাজ্যটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন মোট ১৪ হাজার ৯৭৫ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষার সংখ্যা কমেছে ৬ হাজারের বেশি। ফলে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। যা গত ২৩ এপ্রিলের পর সর্বনিম্ন। ওই দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৮৭৬ জন। তবে বৃহস্পতিবার দৈনিক সংক্রমণের হার কিন্তু ২৮ শতাংশের ওপরেই রয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫৭ হাজার ১৬৫ জনের। এর মধ্যে ১৩ হাজার ৪৬ জনের করোনা পজিটিভ। ফলে সংক্রমণের হার ২৮ দশমিক ৩৮ শতাংশ। মোট সংক্রমণ দাঁড়িয়েছে ১০ দশমিক ৯৩ শতাংশে।
এদিকে গত কয়েক দিন ধরেই রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমছে। বৃহস্পতিবারও সেই ধারা অব্যাহত রয়েছে। বুধবারের তুলনায় বৃহস্পতিবার সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৬ হাজারের বেশি। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লাখ ১৭ হাজার ১৫৪ জন। যা বুধবারের থেকে ৬ হাজার ২২৩ জন কম।
টিএম