ভারতে বেতন বাড়ছে সরকারি কর্মচারীদের

ভারতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সুখবর পাচ্ছেন। নতুন অর্থবছরে তাদের বেতন বাড়বে। সঙ্গে বাড়বে মহার্ঘ ভাতাও। এতে ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লাখ পেনশনভোগী লাভবান হবেন।
পেনশনভোগী ও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের করোনা পরিস্থিতিতে বাড়তি মহার্ঘ ভাতা দিতে পারেনি ভারতের সরকার। ১ জুলাই থেকে বেতন ও পেনশনের সঙ্গে সেই বাড়তি মহার্ঘ ভাতাও পাবেন তারা। এতে লাভবান হবেন লাখ লাখ কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মচারীরা।
ভারতের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, একলাফে ১১ শতাংশ বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। বর্তমানে ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়। অর্থাৎ মহার্ঘ ভাতা বেড়ে ২৮ শতাংশ হবে। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী জানুয়ারি থেকে জুনের মধ্যে ৪ শতাংশ ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছিল।
২০২০ সালে জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে ৩ শতাংশ এবং জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে ডিএ বেড়েছে ৪ শতাংশ। অর্থাৎ সব মিলিয়ে মহার্ঘ ভাতা বৃদ্ধির হার দাঁড়াল (১৭+৪+৩+৪) ২৮ শতাংশ।
বর্তমানে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম বেতন ১৮ হাজার টাকা। সেই বেতনের সঙ্গে ১৫ শতাংশ মহার্ঘ ভাতা দিলে প্রায় ২৭০০ টাকা সরাসরি যোগ হবে বেতনে। অর্থাৎ মাস শেষ যেকোনো সরকারি কর্মচারীর আয় কম করে হলেও ২১ হাজার ৭০০ টাকা হবে। সেই হিসেবে মহার্ঘ ভাতার বর্ধিত হারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বার্ষিক আয় ন্যূনতম ৩২ হাজা ৪০০ টাকা হতে চলেছে। বর্ধিত হারে মহার্ঘ ভাতা ১ জুলাই থেকেই পাবেন সরকারী কর্মচারীরা। এর ফলে ৫০ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৫ লাখ পেনশনভোগী লাভবান হবেন।
এইচকে
