বেঙ্গালুরুতে খাবার পানি গৃহস্থালী কাজে ব্যবহার করলেই জরিমানা

খাবার পানি শুধু খাওয়াই যাবে, ঘরের কোনও কাজে ব্যবহার করা যাবে না। নিয়ম ভাঙলেই ‘শাস্তি’ হবে, দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। এমনই নির্দেশ জারি করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে।
গতকাল বুধবার রাজ্যের পানি বোর্ডের চেয়ারম্যান রামপ্রসাদ মনোহর এ ঘোষণায় এ তথ্য জানিয়ে বলেছেন, খাবার পানি অপচয় করলে নাগরিকদের জরিমানা করা হবে। অনেকেই পানীয় জল গৃহস্থালির কাজে ব্যবহার করেন। এ ছাড়াও গাড়ি ধোয়া, বাগানে পানি দেওয়া, নির্মাণকাজে ব্যবহার করা, রাস্তা পরিষ্কারের মতো কাজেও ব্যবহার করা হয়।
“এখন থেকে এ সব কাজ করা যাবে না। যদি কেউ নির্দেশ অমান্য করেন, তা হলে তাকে ৫০০০ টাকা জরিমানা করা হবে। তার পরেও যদি কেউ নির্দেশ লঙ্ঘন করেন, তা হলে প্রতি দিন ৫০০ টাকা করে জরিমানা করা হবে,” ঘোষণায় বলেছেন কর্ণাটক রাজ্য পানি বোর্ডের চেয়ারম্যান।
গত কয়েক বছরে বেঙ্গালুরুতে পানিসঙ্কট বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। গরম পড়তে না পড়তেই পানির জন্য হাহাকার শুরু হয়ে যায়। গত বছরে এই সংকট ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল।
পানির অপচয় বন্ধ করতে নানা পদক্ষেপ করে প্রশাসন। কিন্তু তার পরেও অপচয় বন্ধ হয়নি বলে নানা সময়ে অভিযোগ ওঠে। তাই এ বার আরও কড়া পদক্ষেপ করল ব্যাঙ্গালোর ওয়াটার সাপ্লাই অ্যান্ড সিউয়েজ বোর্ড (বিডব্লিউএসএসবি)।
সূত্র : আনন্দবাজার
এসএমডব্লিউ