২ ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে গুলি করে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। সামরিক যানের ভেতর থেকে ওই দুই শিশুর পিঠ লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়।
এর মধ্যে এক শিশুকে তার বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় গুলি করে ইসরায়েলি সেনারা। শনিবার (২২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী দুই ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে পিঠে গুলি করে হত্যা করেছে। নিহত শিশুদের একজন হচ্ছে আইমান নাসের আল-হাইমুনি। ১২ বছর বয়সী এই শিশু হেবরনে নিহত হন এবং ১৩ বছর বয়সী রিমাস আল-আমোরি জেনিন গভর্নরেটে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বলে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ওয়াফা বার্তাসংস্থা নিশ্চিত করেছে।
— Defense for Children (@DCIPalestine) February 21, 2025
আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী আল-হাইমুনির ওপর এমন সময়ে গুলি চালায় তিনি হেবরনের দক্ষিণে আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
অন্যদিকে আল-আমোরিকে পেটে গুলি করা হয় এবং তাকে জেনিন সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়। ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল – প্যালেস্টাইন (ডিসিআইপি) জানিয়েছে, শুক্রবার বিকেলে জেনিন এলাকায় নিজের পরিবারের বাড়ির উঠোনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়।
ডিসিআইপি জানিয়েছে, আল-আমোরি কাছ থেকে আনুমানিক ৫০ মিটার দূরে অবস্থানরত সাঁজোয়া যানে থাকা একজন ইসরায়েলি সৈনিক তাকে উদ্দেশ্য অন্তত পাঁচটি গুলি ছুড়েছিলেন এবং এসব গুলি পেছন থেকে পিঠে আঘাত করে।
আরও পড়ুন
ডিসিআইপি-এর আয়েদ আবু ইকতাইশ বলেছেন, “আয়মান এবং রিমাস উভয়কেই হঠাৎ করে এবং পেছনের দিকে কোনো সতর্কতা ছাড়াই সাঁজোয়া যানের ভেতরে নিরাপদে অবস্থানরত ইসরায়েলি সৈন্যরা মারাত্মক শক্তি দিয়ে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ইসরায়েলি বাহিনীর কাছে ফিলিস্তিনি শিশুদের জীবনের প্রতি অবজ্ঞা ছাড়া আর কিছুই নেই এবং পদ্ধতিগত দায়মুক্তির অর্থ হচ্ছে- তারা কোনও ধরনের পরিণতির সম্মুখীন হবে না।”
ইসরায়েলি সামরিক বাহিনী নাবলুস, তুলকারেম, জেনিনে রাতের আঁধারেসহ বেশ কয়েক সপ্তাহ ধরে অধিকৃত পশ্চিম তীরে বড় আকারের অভিযান চালাচ্ছে এবং এর মধ্যেই বর্বর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
টিএম