জুনের পর সর্বনিম্ন করোনা সংক্রমণ ভারতে

ভারতে প্রতিনিয়ত মহামারি করোনার সংক্রমণ কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৬ হাজার ৩৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে; যা গত ২৫ জুনের ১৬ হাজার ৯২২ এর পর সর্বনিম্ন। খবর ভারতীয় টেলিভিশন এনডিটিভি অনলাইনের।
ভারতে মোট এক কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮৪৪ জনের দেহে সংক্রমণ ঘটিয়েছে মহামারি করোনা।
দুই দিন আগে অক্সফোর্ডের ‘কোভিশিল্ড’ ও ভারত বায়োটেকের তৈরি টিকা ‘কোভ্যাকসিন’ ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে। তবে এর মধ্যে শঙ্কার খবর হলো, সম্প্রতি যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার নমুনা পরীক্ষা করার মাধ্যমে ‘জিনোম সিকোয়েন্সিং’র কাজ করে, ভারতের এ রকম ১০টি পরীক্ষাগারের একটি ‘পুনে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজিতে’ করোনার নতুন ধরনের ২০টি সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০১ জনের মৃত্যুর পর দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৫০।
ভারতে মোট এক কোটি ৩ লাখ ৫৬ হাজার ৮৪৪ জনের দেহে সংক্রমণ ঘটিয়েছে মহামারি করোনা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০১ জনের মৃত্যুর পর দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৮৫০।
বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গত কয়েক দিনে সংক্রমণ ও মৃত্যু কমেছে। গত বছরের ডিসেম্বরে পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণের হার ছিল ৩ হাজারের কোটায়। নতুন বছরে তা কমে ৫০০ এর কোটায় এসেছে।
একসঙ্গে দুটি টিকা ব্যবহারের অনুমোদন দেয়ার পর ভারতে ‘টিকা বিতর্ক’ এখন তুঙ্গে।
এদিকে একসঙ্গে করোনার দুটি টিকা ব্যবহারের অনুমোদন দেয়ার পর ভারতে ‘টিকা বিতর্ক’ এখন তুঙ্গে। অনেকে এ প্রশ্ন তুলেছেন, তৃতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষ না হওয়ার পরও কেন ভারত বায়োটেকের টিকার অনুমোদন দেওয়া হলো?
এএস