মেক্সিকোতে অক্সফোর্ডের টিকার অনুমোদন

জরুরি ব্যবহারের জন্য অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়তে থাকায় সোমবার (৩ জানুয়ারি) দেশটির সরকার এই অনুমোদন দেয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী ও মহামারিবিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ হুগো লোপেজ-গটেল টুইটারে দেওয়া এক বার্তায় জানিয়েছেন, মেক্সিকোর ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দেয়।
এর আগে ব্রিটেন, আর্জেন্টিনা ও ভারত এ টিকার অনুমোদন দেয়। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিল দেশটি।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ব করোনা টিকার অনুমোদন ‘আসন্ন’ বলে এর আগে জানিয়েছিলেন। আর অনুমোদনের পর সেটাকে ‘খুব ভালো খবর’ বলে অভিহিত করেন তিনি। পরে টুইটে এক বার্তায় তিনি বলেন, অনুমোদনের ফলে ‘খুব শিগগিরই’ টিকা উৎপাদনে যেতে পারবে মেক্সিকো।
সমগ্র লাতিন আমেরিকাজুড়ে বিতরণের জন্য প্রাথমিকভাবে ১৫০ মিলিয়ন ডোজ টিকা উৎপাদন করতে আগামী আগস্ট মাসে মেক্সিকো ও আর্জেন্টিনার সরকারের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা কাজ শুরু করবে বলে এর আগে জানিয়েছিল সংস্থাটি। পরবর্তীতে একই অঞ্চলের জন্য কমপক্ষে আরও ৪০০ মিলিয়ন ডোজ টিকা উৎপাদন করবে তারা।
গত সপ্তাহে বিশ্বের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকার জরুরি অনুমোদন দেয় ব্রিটেন। এরপর অনুমোদন দেয় আর্জেন্টিনা। গত শনিবার টিকার জরুরি অনুমোদনের কথা জানায় ভারত।
মেক্সিকোতে এখন পর্যন্ত ১৪ লাখ ৫৫ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন প্রায় এক লাখ ২৮ হাজার মানুষ।
টিএম