মমতা সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রীর পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের এমএলএ লক্ষ্মী রতন শুক্লা।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা সরকারের মন্ত্রিত্ব ছেড়ে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দুর সঙ্গে তৃণমূল কংগ্রেসের এমএলএ-সহ আরও বেশ কিছু নেতাকর্মীও সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন। তাই ৩৯ বছর বয়সী লক্ষ্মী রতন শুক্লাও বিজেপিতে যোগ দেবেন কিনা তা নিয়ে এখন জল্পনা শুরু হয়েছে।
মঙ্গলবার এক অনুষ্ঠানে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘আমি তার পদত্যাগপত্র পেয়েছি। লক্ষ্মী খুবই ভালো ছেলে। আবার সে খেলায় ফিরে যেতে চায়। এখানে ভুল বোঝাবুঝির কোনো কিছু নেই। নির্বাচন পর্যন্ত সে এমএলএ হিসেবে দায়িত্ব পালন করবে। গভর্নর যেন তার পদত্যাগপত্র গ্রহণ করে আমি সে বিষয়ে বলে দিয়েছি।’
পশ্চিমবঙ্গের রঞ্জি টিমের সাবেক এই অধিনায়ক কলকাতার (হাওরা উত্তর) নির্বাচিত এমএলএ। দলীয় ও সরকারপ্রধান মমতা বন্দোপাধ্যায়কে দেওয়া পদত্যাগপত্রে তিনি রাজনীতি থেকে ‘অবসর’ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে কংগ্রেসে যোগ দেন লক্ষ্মী রতন শুক্লা। নির্বাচনে অংশ নিয়ে বিধায়কও নির্বাচিত হন। এরপর মুখ্যমন্ত্রী মমতার সরকারে ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা বন্দোপাধ্যায় ও তার দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপি। সম্প্রতি মমতার ‘ডান হাত’ হিসেবে পরিচিত তৃণমূলের প্রভাবশালী নেতা শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তৃণমূলে এ সংকট শুরু হয়।
বিজেপির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্প্রতি পশ্চিমবঙ্গ সফরে এসে মমতাকে হুমকি দিয়ে বলেছেন,, ‘নির্বাচন আসতে আসতে আমাদের দিদি (মুখ্যমন্ত্রী মমতা) একলা হয়ে যাবেন।’
পশ্চিমবঙ্গে সরকার গঠনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের নেতাদের দলবদল করিয়ে দলে ভেড়োনোর মাধ্যমে পশ্চিমবঙ্গে কখেনোই সরকার গঠন করতে না পারা বিজেপি এবার ক্ষমতায় আসার জন্য মরিয়া।
এএস