রামদেবের মন্তব্যের প্রতিবাদে ব্ল্যাক ডে পালন করবেন চিকিৎসকরা

যোগগুরু রামদেবের মন্তব্যের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিয়েছেন ভারতের চিকিৎসকরা। তারা আজ (মঙ্গলবার) রামদেবের মন্তব্যের প্রতিবাদে ‘ব্ল্যাক ডে’ পালন করবেন। সোমবার (৩১ মে) দিল্লির এইমস রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
কিছুদিন আগে রামদেব আধুনিক চিকিৎসা পদ্ধতি ও অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে বিরূপ মন্তব্য করেন ও সমালোচনা করেন। তার মন্তব্য বিতর্ক সৃষ্টি করে। এরপর থেকেই চিকিৎসকরা রামদেবের মন্তব্যের বিরোধিতা করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ তারা ব্ল্যাক ডে পালন করবেন।
এইমসের পক্ষ থেকে দাবি করা হয়েছে- রামদেবকে মহামারি রোগ আইন, ১৮৯৭ এর অধীনে আটক করা হোক। করোনার টিকা দেওয়ার অভিযানের বিরুদ্ধে জনগণের মধ্যে অশান্তি তৈরির চেষ্টা এবং স্বাস্থ্যসেবা ও সেবামূলক কর্মীদের হয়রানির জন্য রামদেবের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করার অনুরোধ জানিয়েছে এইমস। রামদেবের মন্তব্যকে অপমানজনক উল্লেখ করে জানানো হয়েছে, যোগগুরুর এই মন্তব্য স্বাস্থ্যসেবা কর্মীদের বিরুদ্ধে হিংসায় উস্কানি দিতে পারে। আর তার ফলে ভেঙে পড়তে পারে জনস্বাস্থ্য পরিষেবা।
এক বিবৃতিতে এইমস জানিয়েছে, করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেও করোনা যোদ্ধারা মহামারি থেকে দেশকে বাঁচানোর জন্য কঠোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করে কাজ করছেন তারা। কিন্তু রাম কিসন যাদব ওরফে রামদেব সম্প্রতি আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে যে অসংবেদনশীল ও অপমানজনক মন্তব্য করেছেন তা মহামারিটির বিরুদ্ধে লড়াই করা সবার যৌথ প্রচেষ্টাকে ব্যর্থ বলে মনে হচ্ছে। এর প্রতিবাদেই আজ (১ জুন) ব্ল্যাক ডে পালনের পথে গিয়েছেন বলে জানিয়েছেন এইমসের চিকিৎসকরা। যদিও এর জন্য রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেও জানিয়েছেন তারা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে রামদেব বলেছেন, অনেক মানুষ শুধু অ্যালোপ্যাথি চিকিৎসার জন্য মারা গিয়েছেন। যারা চিকিৎসা বা অক্সিজেন পাননি বলে মারা গিয়েছেন, তাদের চেয়ে অনেক বেশি।
তিনি অ্যালোপ্যাথিকে ‘নির্বোধ এবং দেউলিয়া’ বিজ্ঞান হিসেবেও অভিহিত করেন। তার এই মন্তব্যের পর একটি বিশাল বিতর্ক তৈরি হয়। রামদেবের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়ে ওঠে চিকিৎসকমহল। ক্ষুব্ধ হয় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও (আইএমএ)। চিঠি যায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকেও। রামদেবের বিরুদ্ধে হয়েছে মামলাও।
এসএসএইচ