সামরিক বাহিনীতে নারী নিয়োগে তিউনিশিয়ায় আইন

দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি হওয়ায় সামরিক বাহিনীতে নারী নিয়োগে আইন করছে তিউনিসিয়া। এ জন্য প্রস্তাবিত একটি বিলের খসড়া তৈরি করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সেনাবাহিনীতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দেশটি এমন আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর।
অর্থনৈতিক সংকট ও সন্ত্রাসী হামলার ঝুঁকির মধ্যে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এই আইন উত্থাপন হচ্ছে। আইনে নারী-পুরুষ উভয়কে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে সেবা দেওয়ার বিধান রাখা হবে।
প্রস্তাবিত আইনে তিউনিসিয়ার বিশ বছরের বেশি বয়সী পুরুষরা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করবেন। ৩৫ বছর পর্যন্ত যে কোনো সময় তাদের সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া হতে পারে।
তবে বিশ বছরের কম বয়সী কেউ যদি সামরিক বাহিনীতে যোগ দিতে চায় এ ক্ষেত্রে পরিবারের অনুমতি লাগবে। উল্লেখ্য, ২০২০ সালের আদমশুমারি অনুযায়ী তিউনিসিয়ায় পুরুষের তুলনায় নারীর সংখ্যা অর্ধেকের বেশি।
এএস