ঘুষের দায়ে চীনে ব্যাংক কর্মকর্তার ফাঁসি

পেশাগত দায়িত্বে থাকাকালে ২৬ কোটি টাকা ঘুষগ্রহণ, দুর্নীতি এবং প্রচলিত আইন না মেনে দ্বিতীয় বিয়ের অভিযোগে লাই জিয়াওমিন নামে সাবেক এক চীনা ব্যাংক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন চীনের একটি আদালত।
চীনের অন্যতম বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান হংকংভিত্তিক হুয়ারং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির সাবেক চেয়ারম্যান লাই জিয়াওমিন চীনের কমিউনিস্ট পার্টিরও একজন প্রাক্তন সদস্য।
দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল সিসিটিভিতে এ বিষয়ে এক প্রতিবেদনে বলা হয়, লাইয়ের বিচারকাজ চলেছে চীনের তিয়ানজিন আদালতে। এর ধারাবাহিকতায় তার বিরুদ্ধে থাকা অভিযোগের পক্ষে থাকা সাক্ষ্য প্রমাণ আমলে নিয়ে আদালত এই দণ্ডাদেশ দেন বলে জানিয়েছে সিসিটিভি।
পেশাগত কাজে হংকংয়ে থাকার সময় গোপনে দ্বিতীয় বিয়ে করা এবং সন্তানের পিতা হওয়ার অভিযোগও আমলে নিয়েছেন আদালত।
দণ্ডাদেশ ঘোষনার সময় আদালত বলেন, ক্ষমতার অপব্যবহার করে লাই জিওয়াওমিন যে দুর্নীতি করেছেন তা ‘অতিমাত্রায় বড়’ এবং ‘বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’
লাই জিয়াওমিনকে একজন ‘অতি দুর্নীতিপরায়ণ ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে দণ্ডাদেশে লাই এর সম্পত্তি বাজেয়াপ্ত করা এবং কমিউনিস্ট পার্টির সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।
যখন আদালতে তার বিচারকাজ চলছিল, সে সময় সিসিটিভিতে একটি সাক্ষাৎকার প্রচারিত হয় লাইয়ের। সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন, বানোয়াট’ বলে উল্লেখ করার পাশাপাশি নিজেকে ‘নির্দোষ’ বলেও দাবি করেন তিনি।
২০১৮ সালে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে চীন সরকার। অনুসন্ধানে ঘুষ গ্রহণের পাশাপাশি আরো বেরিয়ে আসে, নিজের কমিউনিস্ট পার্টির সদস্যপদকে ব্যবহার করে ২০০৮ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের একাধিক সরকারি ফান্ড থেকে আড়াই কোটি ইউয়ান(৩৮ লাখ ডলার) সরিয়েছেন লাই জিয়াওমিন।
সূত্র: এনডিটিভি।
এসএমডব্লিউ