ইসরায়েলের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, ফ্লাইট বাতিলের হিড়িক

ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হেনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থার ইসরায়েলে ফ্লাইট চলাচল স্থগিতের হিড়িক পড়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল এলাকায় আঘাত হেনেছে ওই ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডাম (এমডিএ) বলেছে, রোববারের এই হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন।
এই হামলার পর ইসরায়েলে একের পর এক ফ্লাইট চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থা। এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ বলেছে, বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় আগামী ৭ মে পর্যন্ত তেল আবিবগামী ব্রিটিশ এয়ারওয়েজের সব ফ্লাইট স্থগিত থাকবে।
এদিকে ভারতের বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বলেছে, ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হওয়ায় আগামী ৬ মে পর্যন্ত তেল আবিবে এয়ার ইন্ডিয়ার সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
এক বিবৃতিতে ভারতীয় এই বিমান সংস্থা বলেছে, আমাদের গ্রাহক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে তেল আবিবে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের বিমানের উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম আগামী ৬ পর্যন্ত স্থগিত থাকবে। এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্ত রোববার থেকেই কার্যকর হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
অন্যদিকে, জার্মানির বিমান সংস্থা লুফথানসা এয়ারলাইন্স বলেছে, তারাও আগামী ৬ মে পর্যন্ত তেল আবিবে সব ধরনের বিমানের উড্ডয়ন এবং অবতরণ স্থগিত করেছে। জার্মানির এই বিমান সংস্থার অন্যান্য এয়ারলাইন্স ইউরোইউংস, সুইস, অস্ট্রিয়ান এবং ব্রাসেলস এয়ারলাইন্সও ইসরায়েলের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তেল আবিবে বিমান চলাচল স্থগিত ঘোষণা করেছে।
এর আগে, রোববার স্থানীয় সময় সকালের দিকে ইসরায়েলের প্রধান বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ইসরায়েলের সামরিক বাহিনী হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিশ্চিত করে বলেছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালের কাছে আঘাত হেনেছে।
ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৯টা ১৮ মিনিটের দিকে ইসরায়েলি ভূখণ্ডে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। প্রোটোকল অনুযায়ী, ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইয়েমেন থেকে ছুটে আসা এই ক্ষেপণাস্ত্রে বাধা দেওয়ার একাধিক চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ক্ষেপণাস্ত্রটি বেন গুরিয়ন বিমানবন্দর অঞ্চলে আঘাত হানে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন।
সূত্র: এএফপি।
এসএস