পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, তা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতে পাল্টা হামলার প্রসঙ্গে বলেছেন, পাকিস্তানের আত্মরক্ষার অধিকার রয়েছে। এ প্রসঙ্গে জাতিসংঘ সনদের ৫১ নং ধারাও স্মরণ করিয়ে দিয়েছেন শেহবাজ।
সেই সঙ্গে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের আওতায় মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা করেছেন শেহবাজ শরিফ। মঙ্গলবার রাতে মাত্র ২৫ মিনিটে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরসহ দেশটির বিভিন্ন এলাকায় মাত্র ২৫ মিনিটে ২৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারতের প্রতিরক্ষা বাহিনী। ভারতের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ৭০ জন নিহত হয়েছেন। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন ৫৭ জন।
শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া পৃথক বৃবৃতিতে জানানো হয়েছে এসব তথ্য। শেহবাজের অভিযোগ, ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আঘাত হেনেছে ভারত এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেও বিপন্ন করে তুলেছে। পাকিস্তানের জনগণও ভারতের এই হামলায় ভীষনভাবে ক্ষুব্ধ বলে দাবি করেছেন শেহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর এসব অভিযোগ ও দাবির জবাবে মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে রুবিও-শেহবাজের বৈঠকের প্রসঙ্গে বলা হয়েছে, “যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জরুরিভিত্তিতে দুই দেশের উত্তেজনা প্রশমণের ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, ভারত ও পাকিস্তানের পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়ানো উচিত এবং সরাসারি আলোচনার মাধ্যমে দ্বিপাক্ষিক ইস্যুগুলোর সমাধান করা উচিত। যদি দুই দেশ সম্মত থাকে, তাহলে এক্ষেত্রে যুক্তরাষ্ট্র সর্বতোভাবে সহযোগিতা করবে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।”
সূত্র : জিও টিভি
এসএমডব্লিউ