ঘূর্ণিঝড় সৃষ্টির ‘ভুয়া’ তথ্য নিয়ে সতর্কতা ভারতের আবহাওয়া বিভাগের

সাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ নামে একটি সামুদ্রিক ঝড় তৈরির ভুয়া তথ্যের ব্যাপারে সতর্কতা দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। সংস্থাটি সাধারণ মানুষকে ঘূর্ণিঝড় নিয়ে ভুলভ্রান্তি সম্পন্ন তথ্য নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে।
খবর ছড়িয়েছে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তির সৃষ্টি হচ্ছে। যা আগামী ২৩ থেকে ২৮ মে এর মধ্যে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকা দিয়ে অতিক্রম করবে।
তবে কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাস কেন্দ্রের প্রধান হাবিবুর রহমান বিশ্বাস বুধবার (২১ মে) বলেছেন, আবহাওয়া সংক্রান্ত শব্দের ভুল ব্যাখ্যা থেকে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে যে, কয়েকদিনের মধ্যে ঘূর্ণিঝড় আঘাত হানবে। তিনি জানিয়েছেন, আবহাওয়া বিভাগ ঘূর্নাবর্তের ব্যাপারে জানিয়েছে। কোনো ঘূর্ণিঝড় সম্পর্কে নয়। আর এই ঘূর্ণাবর্তকেই ঘূর্ণিঝড় ভেবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
ঘূর্ণবর্ত সাধারণত আকাশের উপরের দিকে বাতাস ঘোরার বিষয়টিকে বোঝায়। যা স্থল থেকে ১ দশমিক ৫ কিলোমিটার এবং ৭ দশমিক ৫ কিলোমিটার উপরে হয়ে থাকে। যেটির প্রভাবে স্থলে আঘাত হানার মতো ঘূর্ণিঝড় তৈরি হয় না।
ভারতীয় আবহাওয়াবিদ হাবিবুর রহমান আরও বলেছেন ‘সাইক্লোনিক’ শব্দটি বিভ্রান্ত তৈরি হয়েছে। অনেকে ভাবছেন এটি আসন্ন ঘূর্ণিঝড়ের হুমকিকে বোঝানো হয়েছে। কিন্তু বিষয়টি তা নয়।
ভারতীয় আবহাওয়া বিভাগ অনিশ্চিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে সতর্কতা দিয়ে বলেছে, এ মুহূর্তে কোনো ঘূর্ণিঝড়ের অস্তিত্ব নেই। তারা আরও বলেছে, তাদের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের কোনো সতর্কতা দেওয়া হয়নি।
আবহাওয়া বিভাগ উল্লেখ করেছে, নির্দিষ্ট সময়ের আগে দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটেছে। যা ১৩ মে পর্যন্ত বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবার দ্বীপ এবং উত্তর আন্দামান সাগরের বিভিন্ন অংশে অগ্রসর হয়েছে।
সূত্র : লোকমত টাইমস
এমটিআই