গাজা থেকে ইসরায়েলে রকেট বর্ষণ

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে। এমন দাবি করেছে দখলদার ইসরায়েল। শনিবার (৩১ মে) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী নিয়মিত সামরিক আপডেটে জানিয়েছে, কিছুক্ষণ আগে গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। এসব রকেট খোলা জায়গায় পড়েছে।
তাছাড়া গাজা থেকে রকেট ছোড়ার কারণে সীমান্তবর্তী এলাকায় ইসরায়েল ‘প্রতিকূল বিমান সতর্কতা’ জারি করেছিল বলেও জানিয়েছে আল জাজিরা।
আরও পড়ুন
দখলদারদের সেনাবাহিনীর মতে, নিরিম ও আইন হাশলোশার ইসরায়েলি বসতিগুলোর কাছে রকেটগুলো আঘাত হানে। এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এসএসএইচ