৬ দশমিক ২ মাত্রার জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, আহত ৮

৬ দশমিক ২ এবং ৫ দশমিক ৮ মাত্রার জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে তুরস্কে। সোমবার রাত ও মঙ্গলবার ভোরের দিকে ঘটা এই ভূমিকম্পে অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
এক বিবৃতিতে ইউরোপের ভূমিকম্প গবেষণা সংস্থা ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিকেল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে সোমবার স্থানীয় সময় রাত ১১ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৬ দশমিক ২। এজিয়ান সাগরের উপকূলে তুরস্কের সীমান্তঘেঁষা গ্রিক দ্বীপ দোদেকানেসের ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে।
— Mario Nawfal (@MarioNawfal) June 3, 2025
প্রথম ভূমিকম্পটির পর মঙ্গলবার ভোরের দিকে আঘাত হানে ৫ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি। এটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর মারমারিজের ভূপৃষ্ঠের ১৮ কিলোমিটার গভীরে।
প্রথম দফার ভূমিকম্পে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি। তবে মারমারিজের মেয়র ইদ্রিস আকবিয়িক জানিয়েছেন শহরটিতে আট জন আহত হয়েছেন। ভূমিকম্পের সময় জানালা বা বারান্দা থেকে ঝাঁপ দিয়ে সড়কে নামার কারণে আহত হয়েছেন তারা।
তুরস্কের শক্তিশালী ও ব্যাপক প্রাণঘাতী ভূমিকম্পের অতীত ইতিহাস রয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের ১১টি প্রদেশে প্রাণ হারিয়েছিলেন ৫ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।
এরও আগে ২০২০ সালে ৭ মাত্রার ভূমিকম্প হয়েছিল দেশটিতে। সেবার প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ৪ শতাধিক মানুষ।
এসএমডব্লিউ