ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে আছড়ে পড়ল বিমান (ভিডিও)

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিশালাকৃতির বিমানটি মাটিতে আছড়ে পড়ার ভিডিও প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।
বিমানটি বিধ্বস্তের পরপরই সেখানে বিশালাকৃতির আগুনের কুণ্ডলি দেখা যায়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কয়েক মিনিট পর এটি আছড়ে পড়ে।
— Soil and Salute (@RishiRahar) June 12, 2025
বলা হচ্ছে বিমানটি ৮২৫ ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।
হতাহত যাত্রীদের উদ্ধারে সেখানে পৌঁছে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া অন্যান্য উদ্ধারকর্মীও সেখানে গেছেন।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ফ্লাইট এআই১৭১ বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনে যাচ্ছিল।
সূত্র: এনডিটিভি
এমটিআই