ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ

ইরানের আসন্ন মিসাইল হামলার জেরে কিছু অঞ্চলের ইসরায়েলিদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হোম ফ্রন্ট কমান্ড। মঙ্গলবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে এই নির্দেশনা দেওয়া হয়।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি মিসাইল শনাক্ত হওয়ার পর মধ্য ইসরায়েল, দক্ষিণ ইসরায়েলে বিরসেবায় সতর্কতামূলক সাইরেন বাজতে শুরু করে। আইডিএফ তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশ্রয় কেন্দ্র অথবা বোমা শেল্টারে থাকতে বলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দখলদারদের বাণিজ্যিক রাজধানী তেলআবিবের সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তাদের কাছে তথ্য রয়েছে ইরান নতুন করে মিসাইল ছুড়েছে। এরসঙ্গে ড্রোনও পাঠানো হয়েছে।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল