এই প্রথম সফলভাবে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান (ভিডিও)

এই প্রথমবারের মতো সফলভাবে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ইরানের সেনাবাহিনী। আজ বুধবার স্থানীয় সময় সকাল ৭টা ১৬ মিনিটে ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে ভূপাতিত করেছি ইরানের সেনাবাহিনী।
ভূপাতিত ড্রোনটি হার্মিস ৯০০ সিরিজের। এই সিরিজের ড্রোনগুলো ইসরায়েলের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী ও বিধ্বংসী যুদ্ধাস্ত্রগুলোর মধ্যে একটি। ইসরায়েলের নিজস্ব যুদ্ধাস্ত্র উৎপাদনকারী সংস্থা এলবিট সিস্টেমস হার্মিস ৯০০ সিরিজের ড্রোনগুলো তৈরি করে।
— Mehdi H. (@mhmiranusa) June 18, 2025
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইতোমধ্যে ধ্বংসপ্রাপ্ত ড্রোনটির ছবি প্রকাশিত হয়েছে। ছবি দেখে বোঝা যাচ্ছে যে ড্রোনটি পতিত হয়েছে ইসফাহানের জনবিরল অঞ্চলে।
প্রসঙ্গত, ইসরায়েলের মতো ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম নেই। দেশটির কাছে, তা হলো রাশিয়ার সরবরাহকৃত রাডার ঘাদির এবং ফালাক। এই দুই রাডারের সাহায্যেই আজ সকালে প্রথমবারের মতো একটি ইসরায়েলি ড্রোন শনাক্ত ও ভূপাতিত করল ইরান।
সূত্র : টাইমস অব ইসরায়েল
এসএমডব্লিউ