পশ্চিম তীরে দাঙ্গা, ইসরায়েলি সেনাছাউনিতে আগুন ইহুদি বসতি স্থাপনকারীদের

ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের রাজধানী রামাল্লার নিকটবর্তী কাফর মালিক এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে দাঙ্গা শুরু হয়েছে সেখানকার ইহুদি বসতি স্থাপনকারীদের। আজ সোমবার কাফর মালিকে ইসরায়েলি সেনাদের একটি ছাউনি জ্বালিয়ে দিয়েছে বসতি স্থাপনকারীরা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে বলেছে, ছাউনিটিতে নিরাপত্তা সংক্রান্ত দামি যন্ত্রপাতি ছিল। অগ্নি সংযোগের ফলে সেগুলো আর ব্যবহারযোগ্য অবস্থায় নেই।
এ ঘটনার নিন্দা জানিয়ে আইডিএফ বলেছে, এই হামলা পশ্চিম তীরে বসবাসরত ইসরায়েলি বসতকারীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।
এক প্রতিবেদনে ইসরায়েলি দৈনিক টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত বুধবার কাফর মালিক এলাকার কৃষি ক্ষেতগুলোতে হামলা করে এক দল সশস্ত্র ইহুদি বসতি স্থাপনকারী। ক্ষেতে কর্মরত ফিলিস্তিনি কৃষকদের মাঠ থেকে বের করে দিচ্ছিল তারা। এমন সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে দাঙ্গাকারীরা ইসরায়েলি সেনাদের ঝামেলা শুরু হয়। সেনাদের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে ৬ ইসরায়েলি সেনাকে গ্রেপ্তার করা হয়।
এর পর রোববার রাতে প্রায় ১০০ ইসরায়েলি বসতি স্থাপনকারী হামলা চালিয়ে কাফর মালিকের সেই ছাউনিতে আগুন লাগিয়ে দেন।
সোমবার এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়ে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, “আইডিএফের মূল কাজ ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। সেখানে এ ধরনের হামলা খুবই ন্যক্কারজনক।”
এই দাঙ্গাকারীদের প্রতি ইসরায়েলি সেনাবাহনী নমনীয় হবে না— উল্লেখ করে বিবৃতি বলা হয়েছে, “আইডিএফের দায়িত্ব হলো বেসামরিকদের নিরাপত্তা প্রদান ও বিশৃঙ্খলাকারীদের দমন করা। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব।”
সূত্র : আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
এসএমডব্লিউ