ইসরায়েলের সঙ্গে সংঘাত : নিহতের সংখ্যা সংশোধন করল ইরান

গত জুন মাসে ইসরায়েলের সঙ্গে সংঘাতে মোট নিহতের সংখ্যা সংশোধন করেছে ইরান। নতুন পরিসংখ্যান অনুযায়ী, সংঘাতের ১২ দিনে ইরানে হয়েছেন ৯৩৫ জন; নিহতদের মধ্যে ৩৮ জন শিশু এবং ১৩২ জন নারী আছেন।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
এক সপ্তাহ আগে, অর্থাৎ গত ২৪ জুন মঙ্গলবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, সংঘাতে মোট নিহত হয়েছেন ৬১০ জন। তবে গতকাল ইরনাকে দেওয়া সাক্ষাৎকারে আসগর জাহাঙ্গীর বলেছেন, বিভিন্ন সূত্র ও উৎস থেকে প্রাপ্ত তথ্য যাচাই শেষে সংশোধন করা হয়েছে এই সংখ্যা।
প্রসঙ্গত, ‘ইরান পরমাণু অস্ত্র তৈরির দোরগোড়ায়’— অভিযোগ তুলে গত ১৩ জুন ভোরে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। এর কয়েক ঘণ্টা পর ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরানও। পরে ২২ জুন ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলার মাধ্যমে এই যুদ্ধে প্রবেশ করে যুক্তরাষ্ট্র এবং হামলার কিছু সময় পরে ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প।
ইসরায়েলের বিমান হামলায় নিহতদের মধ্যে ইরানের সেনাবাহিনীর বেশ কয়েক জন প্রথম সারির কমান্ডার আছেন। গতকাল সোমবার এক ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ইসরায়েলের হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনা করছে ইরান এবং আগ্রাসী এই হামলার জন্য ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ করছে দেশটির সরকার।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ