সম্পর্ক নেই, তবু নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এ মুসলিম দেশের প্রেসিডেন্ট

কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও দখলদার ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার মুসলিম দেশ মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ ওউলদ গাজোয়ানি। আজ বুধবার (৯ জুন) তাদের মধ্যে বৈঠকটি হবে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প প্রশাসন বৈঠকটি আয়োজনে সহায়তা করছে।
আব্রাহাম চুক্তির আওতায় ২০২০ সালে চারটি মুসলিম দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল দখলদার ইসরায়েল। এখন তারা নতুন করে আরও মুসলিম দেশকে নিজেদের বন্ধু বানানোর চেষ্টা করছে।
নেতানিয়াহু ও মৌরিতানিয়ার প্রেসিডেন্টের বৈঠকটি ইউএস-আফ্রিকা সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে। নেতানিয়াহু বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান করছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন ইসরায়েল-মৌরিতানিয়া এবং ইসরায়েল-ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্সির সময় শেষ হয়ে যাওয়ায় এটি আর সম্ভব হয়নি।
মৌরিতানিয়া ১৯৯৯ সালে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। তবে ২০০৮-০৯ সালের গাজা যুদ্ধের সময় দখলদারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা। তবে আবারও আফ্রিকার সুন্নি দেশটির সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করছে দখলদাররা।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই