মুহূর্তের মধ্যে আগুনে ছাই হলো কনসার্টের মঞ্চ (ভিডিও)

কনসার্টের সব আয়োজন প্রস্তুত। সারি সারি চেয়ার বসানো শেষ, মঞ্চেও চলে এসেছে সবকিছু। অপেক্ষা ছিল দর্শক আসা আর মঞ্চে শিল্পীদের উঠার। তবে এর আগেই মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কনসার্টের মঞ্চ।
রোববার (১৩ জুলাই) মিসরের উত্তর উপকূলের হাসিয়েন্দা এলাকায় ঘটে এ ঘটনা। সামাজিক মাধমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, পুরো মঞ্চ দাউ দাউ করে জ্বলছে। এ সময় কিছু মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। অনেকে আবার নিরাপদ আশ্রয়ে চলে যান। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না।
কপাল ভালো হওয়ায় এ ঘটনায় কেউ নিহত বা গুরুতর আহত হননি। তবে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় কয়েকজন কিছুটা আঘাতপ্রাপ্ত হন।
ধারণা করা হচ্ছে সাউন্ড সিস্টেমের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কারণ একটি স্পিকারে প্রথম আগুন দেখা যায়। এরপর এটি মুহূর্তের মধ্যে পুরো ভেন্যুতে ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সাদা এল বালাদ।
— (@TRNP_0) July 13, 2025
আগুন লাগার পর ফায়ারকর্মীরা সেখানে আসেন। এই আগুন যেন আশপাশের অন্য কোনো কাঠামোতে না ছড়ায় সে চেষ্টা করেন তারা। একটা সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হন ফায়ার কর্মীরা।
সূত্র: গালফ নিউজ
এমটিআই