এলমোর অ্যাকাউন্ট থেকে ইহুদি বিরোধী পোস্ট

শিশুদের জনপ্রিয় চরিত্র এলমোর এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপর সেখান থেকে ইহুদি বিরোধী পোস্ট দেওয়া হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়েও কটূক্তিমূলক পোস্ট দেওয়া হয়।
এক্স অ্যাকাউন্টে এলমোকে ফলো করেন ৬ লাখ ৫০ হাজার মানুষ।
প্রথমে একটি পোস্ট করে হ্যাকার। এতে তিনি লেখেন, “এলমো বলছে সব ইহুদির মরা উচিত। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর হাতের পুতুল। কারণ তার নাম (যৌন হেনস্তাকারী) ইপস্টিন ফাইলে আছে। ইহুদিরা পুরো বিশ্ব নিয়ন্ত্রণ করে। তাদের নির্মূল করা উচিত।”
এরপর আরেকটি পোস্ট করে ওই হ্যাকার। এতে লেখেন, “শিশু ধর্ষক ডোনাল্ড ট্রাম্প— যৌন হেনস্তাকারী ইপস্টিনের ফাইল প্রকাশ করুন।”
“সব ইহুদিকে হত্যা করুন।” লিখে শেষে আরেকটি পোস্ট করেন হ্যাকার।
এলমো চরিত্র নিয়ে অনুষ্ঠান বানানো সিসামে ওয়ার্কশপ জানিয়েছে, ‘অজ্ঞাত এক হ্যাকার’ এলমোর এক্স অ্যাকাউন্টের অ্যাকসেস পেয়ে গিয়েছিল। যে ইহুদিবিদ্বেষী ও বর্ণবৈষম্যসহ জঘন্য সব পোস্ট করেছিল।
সূত্র: বিবিসি
এমটিআই