সিরিয়ার সওয়েইদায় ৫ দিনের সংঘর্ষে নিহত ৩৬০

সিরিয়ার সওয়েইদা প্রদেশে সুন্নি বেদুঈন ও দ্রুজ গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে টানা পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৩৬০ জনে। যুক্তরাজ্যভিত্তিক সিরীয় মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
দুই গোষ্ঠী নতুন করে অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
রোববার দামেস্ক ও সওয়েইদার মধ্যবর্তী একটি হাইওয়েতে সুন্নি বেদুইন সম্প্রদায়ের সদস্যরা একজন ধর্মীয় সংখ্যাললুগু দ্রুজ সম্প্রদায়ের যুবককে মারধর ও ছিনতাই করে। এই ঘটনার পর দুই সম্প্রদায়ের মধ্যে শুরু হয় সংঘাত। রোববারের ঘটনার প্রতিক্রিয়ায় দ্রুজ যোদ্ধারা কয়েক জন বেদুইনকে অপহরণ করে, যার জেরে আরও সংঘাতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার রাজধানী দামেস্ক থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত ওই এলাকায় সেনা পাঠায় প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রাথমিকভাবে দ্রুজ যোদ্ধারা সেনাদের প্রতিরোধ করলেও পরবর্তীতে তারা অস্ত্র সমর্পণ করে। সরকারি বাহিনীর গুলিতে ১৯ জন দ্রুজ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে গতকাল মঙ্গলবার।
দ্রুজ জনগোষ্ঠীকে রক্ষার দাবি করে ইসরায়েল বুধবার দামেস্ক ও সওয়েইদা অঞ্চলে সেনাবাহিনীর সদর দপ্তরে আক্রমণ চালায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, “এই হামলার উদ্দেশ্য দ্রুজ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া।”
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারা বৃহস্পতিবার ইসরায়েলের বিরুদ্ধে সিরিয়াকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার ও দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার অভিযোগ তুলেছেন।
এসএমডব্লিউ