পাক-আফগান সীমান্ত থেকে ৫ ‘আত্মঘাতী বোমা হামলাকারী’ গ্রেপ্তার

পাক-আফগান সীমান্ত অঞ্চল থেকে ৫ জন ‘সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী’-কে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী। গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার আজিজখেল ও মান্দিখেল সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের তাদের গ্রেপ্তার করা হয়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে পাকিস্তানের সংবাদামধ্যম জিও নিউজ জানিয়েছে, গ্রেপ্তার এই পাঁচজনের সবাই আফগানিস্তানের নাগরিক। তাদের তিন জনের কাছ থেকে আফগানিস্তানের নাগরিকদের পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। এরা সবাই পাকিস্তানের তালেবান গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর আমন্ত্রণে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশ করেছিল।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তাদের পাকিস্তানে প্রবেশের মূল উদ্দেশ্য ছিল টিটিপির নির্দেশনা অনুযায়ী আত্মঘাতী বোমা হামলা চালানো এবং তাদের এ বিষয়ক প্রশিক্ষণ রয়েছে।
গ্রেপ্তার ৫ জনের নাম প্রকাশ করেননি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তবে তাদের সবার বয়স ১৫ বছর থেকে ১৮ বছর বয়সের মধ্যে বলে জানিয়েছেন তারা। এক কর্মকর্তা জিও নিউজকে বলেছেন, “আজিজখেল ও মান্দিখেল সীমান্ত দিয়ে প্রবেশের পর তাদের সবার সীমান্তবর্তী গ্রাম বেসি খেলে সমবেত হওয়ার কথা ছিল। গোপনসূত্রে খবর পেয়ে আমরা বেসি খেলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলাম। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সবাই নিকটবর্তী একটি মসজিদে গিয়ে লুকায়। আমরা সেই মসজিদের সামনে অবস্থান নেই এবং তাদেরকে আত্মসমর্পণ করতে আহ্বান জানাই।”
“মসজিদে কিছু সময় লুকিয়ে থাকার পর অবশেষে তারা আত্মসমর্পণ করে।”
গ্রেপ্তার ৫ জনকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর ওই কর্মকর্তা।
প্রসঙ্গত, পাকিস্তানের চার রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান— এ দু’টি রাজ্যে গত কয়েক বছরে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে। খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানের তালেবানপন্থি গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান-এর (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।
টিটিপি এবং বিএলএ— উভয়েরই চূড়ান্ত লক্ষ্য খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানকে পাকিস্তানের মানচিত্র থেকে বিচ্ছিন্ন করা।
২০২১ সাল থেকে সন্ত্রাসী হামলার উল্লম্ফন পরিলক্ষিত হচ্ছে পাকিস্তানে। গত বছর ২০২৪ সাল ছিল সবচেয়ে ভয়াবহ বছর। ২০২৪ সালের বছরজুড়ে পাকিস্তানে সন্ত্রাসী হামলা ৪৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শতকরা হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।
এসব হামলায় প্রাণ হারিয়েছেন ৬৮৫ জন সেনা এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। বিপরীতে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।
সূত্র : জিও নিউজ
এসএমডব্লিউ