সিরিয়ায় গভীর কূপে ১৬ ঘণ্টা আটকে থাকার পর উদ্ধার শিশু (ভিডিও)

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ার উত্তরাঞ্চলে একটি গভীর কূপের ভিতরে ১৬ ঘণ্টা আটকে থাকার পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে একটি ছেলেশিশুকে। আলী সালেহ আব্দি নামের সেই শিশুটির বয়স চার বছর।
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর তাল আবইয়াদে ঘটেছে এই ঘটনা। তাল আবইয়াদ সিরিয়া-তুরস্ক সীমান্তের কাছাকাছি একটি ছোট শহর।
এক প্রতিবেদনে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে বুধবার বাবার সঙ্গে তাল আবইয়াদের গ্রামীণ এলাকায় ঘুরতে গিয়ে কূপে পড়ে যায় আলী সালেহ আব্দি।
— (@alkhaleej) August 7, 2025
মরু আবহাওয়ার দেশ সিরিয়ায় কৃষিকাজে প্রয়োজনীয় পানির জন্য ক্ষেতের আশে পাশে কূপ খনন করা হয় এবং সেসব কূপ বেশ গভীর হয়। আলী সালেহ আব্দি যে কুপটিতে পড়ে গিয়েছিল, সেটির গভীরতা ছিল প্রায় ১৫৫ ফুট।
তবে আব্দি কূপে পড়ে যাওয়ার পর অল্প সময়ের মধ্যেই স্থানীয় সিভিল ডিফেন্সের কর্মীরা এসে উপস্থিত হন। তারা ওপর থেকে আব্দির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন এবং আলীকে উদ্ধারে তৎপরতা শুরু করেন। তৎপরতার প্রথম পর্যায়ে তারা আলীর সঙ্গে কথা বলেন, তাকে সাহস দেন এবং কূপে পানি ও খাবার পাঠানোর ব্যবস্থা করেন।
তারপর শুরু হয় মূল কাজ এবং বেশ কয়েক ঘণ্টা ধরে তৎপরতা চালানোর পর আলী সালেহ আব্দিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন তারা।
আগের দিন মঙ্গলবার সিরিয়ার হামা জেলার আল তুয়ায়নাহ গ্রামে সুলেইমান আল আবুদ নামের এটি ছেলে শিশু এমন একটি কূয়ায় পড়ে গিয়েছিল। তাকেও জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছিলেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
সূত্র : গালফ নিউজ
এসএমডব্লিউ