‘গাজায় আল-জাজিরার নিহত ৫ জন প্রকৃত সাংবাদিক ছিলেন না’

ফিলিস্তিনের গাজা উপত্যকায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার যে ৫ সংবাদকর্মী নিহত হয়েছেন, তারা প্রকৃত সাংবাদিক ছিলেন না বলে দাবি করেছেন ইসরায়েলের সাবেক মন্ত্রী এবং কট্টর ইহুদিপন্থি রাজনীতিবিদ বেনি গান্টজ।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় গান্টজ বলেছেন, “সত্যিকারের সাংবাদিকরা সবসময় কঠোরভাবে তাদের নৈতিকতা ও পেশাদারিত্বের মান বজায় রাখেন এবং তারা সবসময়েই সুরক্ষার দাবিদার।”
“কিন্তু সম্প্রতি সেখানে আল-জাজিরার যে সাংবাদিকরা নিহত হয়েছেন, তারা প্রকৃতি সাংবাদিক ছিলেন না। তারা ছিলেন হামাস সন্ত্রাসীদের দোসর— যারা আনন্দের সঙ্গে গত ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে হামাস যোদ্ধাদের ধ্বংসযজ্ঞ ক্যামেরায় ধারণ করেছিলেন এবং প্রচার করেছিলেন। এ ধরনের দোসরদের খুঁজে বের করে হত্যা করা উচিত।”
রোববার গাজার প্রধান শহর গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের সময় ইসরায়েলি বিমান বাহিনীর গোলায় নিহত হন আল-জাজিরার দুই প্রতিবেদক আনাস আল শরীফ, মোহাম্মদ কুরাইকে এবং তিন ক্যামেরা পারসন ইব্রাহিম জাহের, মোহাম্মদ নুফাল ও মোয়ামেন আলিওয়া।
তারা নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, নিহত আলজাজিরা প্রতিবেদক আনাস আল শরীফ গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগ্রেডের সঙ্গে শুধু সরাসরি সংশ্লিষ্টই নয়, উপরন্তু রকেট লঞ্চিং বিভাগের প্রধান এবং ব্রিগেডের অভিজাত শাখা নুখবা ফোর্স কোম্পানির পূর্ব জাবালিয়া ইউনিটের সদস্য ছিলেন।
তবে আনাস আল শরীফের ব্যাপারে আইডিএফের এসব তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন জাতিসংঘের বিশেষ দূত ইরিন খান।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় আইডিএফের অভিযান শুরুর পর থেকেই আল-জাজিরাকে বিষদৃষ্টিতে দেখছে ইসরায়েল। ২০২৪ সালের এপ্রিলে পার্লামেন্ট নেসেট ইসরায়েলে আলজাজিরার নিউজ অপারেশনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে আইন পাস করেছে।
সেই আইন কার্যকরও করেছে ইসরায়েল। আলজাজিরা ইসরায়েল শাখা বর্তমানে পশ্চিম তীরে স্টেশন স্থাপন করে তাদের নিউজ অপারেশন পরিচালনা করছে।
ইসরায়েলের সেনাবাহিনীর সাবেক জেনারেল এবং রাজনৈতিক দল ‘ন্যাশনাল ইউনিটি’-এর শীর্ষ নেতা বেনি গান্টজ ২০২৪ সাল পর্যন্ত মন্ত্রিসভার সদস্য ছিলেন। বর্তমানে তিনি ‘ন্যাশনাল ইউনিটি’ এর পাশাপাশি কট্টর ইহুদিপন্থি জোট ব্লু অ্যান্ড হোয়াইটের চেয়ারম্যানের পদে আছেন।
সূত্র : টাইমস অব ইসরায়েল
এসএমডব্লিউ