আলাস্কায় বৈঠকে ট্রাম্প-পুতিন, ড্রোন হামলার আশঙ্কায় ইউক্রেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবসানে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনীয়রা আশঙ্কা করছেন, চলমান এ বৈঠকের মধ্যেই ইউক্রেনে বিমান হামলা চালাতে পারে রুশ বাহিনী।
স্থানীয় সময় দুপুর ১ টা ৮ মিনিটে আলাস্কার বৃহত্তম শহর অ্যানকোরেজের এলমেন্ড্রেফ-রিচার্ডসন সেনাঘাঁটির বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী মার্কিন বিমান বাহিনীর উড়োজাহাজ এয়ারফোর্স ওয়ান। প্রায় একই সময় বিমানবন্দরে পৌঁছায় পুতিনকে বহনকারী বিমানটিও।
বিমানবন্দরের টারমাকে হাত মেলান পুতিন ট্রাম্প, সৌজন্য বিনিময় করেন। এ সময় উপস্থিত ফটো সাংবাদিকরা তাদের ছবি তুলছিলেন।
ট্রাম্প এবং পুতিন যখন ছবির জন্য পোজ দিচ্ছেলেন, সে সময়ই বিমান হামলার সতর্কবার্তা দেয় ইউক্রেনের বিমান বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলীয় শহর দিনিপ্রোর আকাশে বেশ কয়েকটি শাহেদ ড্রোন দেখা গেছে। এই ড্রোনগুলো উত্তর দিকে যাচ্ছিল। এছাড়া ইউক্রেনের উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অঞ্চলে রুশ যুদ্ধবিমান দেখা গেছে বলেও বার্তায় উল্লেখ করেছে ইউক্রেনের বিমানবাহিনী।
কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপদ্বীপকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের আবেদনকে ঘিরে কয়েক বছর টানাপোড়েনের পর ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। প্রেসিডেন্ট পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছেন।
এই যুদ্ধ বন্ধের জন্যই আলাস্কায় বৈঠকে বসেছেন বিশ্বের দুই পরাশক্তির শীর্ষ দুই নেতা।
এসএমডব্লিউ