ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আবহে মোদিকে ফোন করলেন পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকের আবহের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে পুতিনের সাম্প্রতিক বৈঠক নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন মোদি। টেলিফোনে এই যুদ্ধে রাশিয়ার অবস্থান স্পষ্ট করার জন্য পুতিনকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
এক্সবার্তায় মোদি বলেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিন আজ আমাকে ফোন করেছিলেন। আলাস্কায় সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সম্প্রতি তার যে বৈঠক হয়েছে, তা সে সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং অন্তর্দৃষ্টি তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন। ভারত বরাবরেই শান্তিপূর্ণভাবে এই সংঘাত নিরসনের পক্ষে এবং সংঘাতের শুরু থেকে ভারত বারবার উভয়পক্ষকে এ আহ্বান জানিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতেও বিভিন্ন ইস্যুতে আমাদের মত বিনিময়ের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।”
— Narendra Modi (@narendramodi) August 18, 2025
২০২২ সালের ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর রুশ জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক বাজারে রুশ তেলের দামও সীমাবদ্ধ করে দেয় তারা।
যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিষেধাজ্ঞা দেওয়ার পর রাশিয়ার জ্বালানি তেলের একটি বড় বাজার হিসেবে আবির্ভূত হয় ভারত। বর্তমানে দেশটি রুশ তেলের অন্যতম বৃহৎ ক্রেতা।
গত মাসে ভারতের রুশ তেল ক্রয় নিয়ে ব্যাপক আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ তেল ক্রয়ের মাধ্যমে ভারত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে টিকিয়ে রাখছে বলেও অভিযোগ করেছেন ট্রাম্প। রুশ তেল ক্রয়ের ‘শাস্তি’ হিসেবে
তবে ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দেশের শ্রমজীবী ও মধ্যবিত্তদের স্বার্থে রাশিয়া থেকে তেল কিনছে ভারত এবং এই নীতিতে কোনো পরিবর্তন আনবে না নয়াদিল্লি।
রুশ তেল ক্রয় নিয়ে ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই গত শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে গত শুক্রবার আলাস্কায় ট্রাম্প-পুতিনের বৈঠক হয়। আজ সোমবারের টেলিফোন বার্তায় এই নিয়েই কথা হয়েছে দু’জনের মধ্যে।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএমডব্লিউ