গাজা সিটির উপকণ্ঠে ইসরায়েলি ট্যাংক, নিচ্ছে বড় হামলার প্রস্তুতি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটির সাবরা এলাকার কাছে দখলদার ইসরায়েলর ট্যাংক দেখা গেছে।
শনিবার (২৩ আগস্ট) সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত ভিডিওতে সাবরায় ইসরায়েলি ট্যাংককে অবস্থান করতে দেখা গেছে। এলাকাটি গাজা সিটির মধ্যাঞ্চলে অবস্থিত। যা জাইতুন এলাকার কাছাকাছি। জাইতুনে গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছে দখলদার সেনারা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজা সিটি দখলের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গাজা সিটির উপকণ্ঠে গত কয়েকদিন ধরে অভিযান চালানো হচ্ছে।
— (@AJArabic) August 23, 2025
গাজা সিটিতে হামলার আগে ৬০ হাজার রিজার্ভ সেনার সমাবেশ করছে ইসরায়েল। এরমধ্যে কয়েক হাজার সেনা আগামী ২ সেপ্টেম্বর যোগ দেবে। এর পরের সপ্তাহে গাজা সিটিতে দখলদাররা হামলা শুরু করতে পারে।
নিজের প্রধানমন্ত্রিত্ব বাঁচাতে গাজা দখলে জোর দিচ্ছেন নেতানিয়াহু
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা পুনরায় দখল করার ওপর জোর দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদি গাজা দখল না করেন তাহলে তার সরকার ভেঙে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারাবেন তিনি।
শনিবার এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম ডেইলি মারিভ। সেনাবাহিনীর একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, “গিদিয়ন চ্যারিয়ট-২ নামে নতুন অভিযান এগিয়ে নিতে জোর দিচ্ছেন নেতনিয়াহু। তিনি জানেন গাজায় এই অভিযান ছাড়া সরকার টিকিয়ে রাখতে পারবেন না এবং তার সরকার ভেঙে যাবে।”
গাজার গাজা সিটিতে হামলা ও উপত্যকাটি দখল না করে কোনো চুক্তি বা যুদ্ধ বন্ধ করলে নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন দুই উগ্রপন্থি ইতামার বেন গিভির ও বেজায়েল স্মোরিচ। দুজনই নেতানিয়াহুর জোট সরকারের অংশ এবং তারা মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তাদের গোয়ার্তুমির কারণে গাজা যুদ্ধ ২৩ মাসে পা দিয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
এমটিআই