পশ্চিমবঙ্গে আরও কমেছে করোনা সংক্রমণ ও মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রতিদিনই কমছে করোনার দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬৮ জন। কমেছে সংক্রমণের হারও। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণের হার এসে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩২ শতাংশে।
ধীর গতিতে হলেও রাজ্যে করোনায় আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও কমছে। সোমবার রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ছিল ৭৮। মঙ্গলবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৭৫ জনে।
জুন মাসের শুরুর দিনে পশ্চিমবঙ্গে সাড়ে ৯ হাজারের কাছাকাছি ছিল দৈনিক সংক্রমণ। মাসের একেবারে মাঝামাঝি সময় অর্থাৎ ১৫ দিনের মাথায় সেই দৈনিক সংক্রমণের সংখ্যা কমেছে ৬ হাজারেরও বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৫৫ হাজার ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
এই সময়ের মধ্যে সেরে উঠেছেন ২ হাজার ৬৮ জন। এর ফলে রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা এসে দাঁড়িয়েছে ১৪ লাখ ৬৮ হাজার ৪৪। সংক্রমণ দ্রুত কমতে থাকায় কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সুস্থতার সংখ্যার থেকে বেশি হওয়ায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। রাজ্যে এখন ২০ হাজার ৪৬ জন করোনা আক্রান্ত রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ লাখ ১৪ হাজার ৪৪৪ জনের কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে। সোমবারের হিসাবের তুলনায় যা অনেকটা বেশি।
কলকাতা ও উত্তর ২৪ পরগনা— করোনার দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে প্রভাবিত এই জেলা দু’টিতেও সংক্রমণ কমছে উল্লেখযোগ্য ভাবে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৩৭০ জন করোনা আক্রান্ত রোগীর পাওয়া গেছে। ওই সময়ে উত্তর ২৪ পরগনায় ভাইরাসে আত্রান্ত রোগী পাওয়া গেছে ৪৬৫ জন।
একইভাবে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনায়। সেখানে ৩৫ জন মারা গেছেন। এর পাশাপাশি কলকাতায় ৩২ এবং দক্ষিণ ২৪ পরগনায় ১৩ জনের মৃত্যু হয়েছে।
টিএম